মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সে শরণার্থী শিবির উচ্ছেদ করায় বিপাকে পড়েছেন দুই হাজার মানুষ।রাজধানী প্যারিসের কাছে সেন্ট ডেনিস শহরতলীর ফ্রেঞ্চ ন্যাশনাল স্টেডিয়ামের পাশেই ছিলো শিবিরটির অবস্থান। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই উচ্ছেদ করে পুলিশ। সেখানে প্রায় দুই হাজার শরণার্থী ছিলো। সেখানকার বাসিন্দাদের এখন রাস্তায় থাকতে হবে বলে আশঙ্কা করছেন শরণার্থী বিষয়ক আইনজীবীরা। অভিবাসীরা শিবিরটিতে খুবই খারাপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। -ডয়চে ভেলে
শরণার্থী শিবিরটিতে বসবাস করছিলেন মূলত আফগানিস্তান, সোমালিয়া, সুদানসহ অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চল আসা অভিবাসনপ্রত্যাশীরা। তাদের থাকার আশ্রয়কেন্দ্র বা তাঁবুগুলো ছিল মূলত প্লাস্টিক ও হার্ডবোর্ডের তৈরি। শরণার্থী শিবির উচ্ছেদ করতে গিয়ে শরণার্থীদের বাসে ওঠার নির্দেশ দেয় পুলিশ। লোকজন হুড়োহুড়ি করে বাসে উঠতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ শৃঙ্খলা ফিরিয়ে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। কোভিড -১৯ সংক্রমণ এড়াতেই এটি উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উচ্ছেদ করা শরণার্থী শিবিরটিতে সবার জন্য পর্যাপ্ত জায়গা ছিলো না বলে জানান অভিবাসন সংগঠন উইলসনের স্বেচ্ছাসেবক ফিলিপ ক্যারো। উচ্ছেদের ফলে কিছু মানুষ রয়ে যাবে। তাদের রাস্তায় ঘুমোতে হবে। কয়েক বছরে প্যারিসের আশেপাশে কয়েক ডজন শরণার্থী শিবির উচ্ছেদ করেছে ফরাসি পুলিশ। শরণার্থী শিবির উচ্ছেদের সমালোচনা করেন ফরাসি অভিবাসন নীতির সমালোচকরা। শরণার্থীদের মূল সমস্যার সমাধান না করেই শিবির উচ্ছেদকে একটি রাজনৈতিক প্রতীকী পদক্ষেপ বলে মনে করছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।