Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফ্রান্সে শরণার্থী শিবির উচ্ছেদ

বিপাকে সহস্রাধিক আশ্রয়প্রার্থী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি অস্থায়ী শরণার্থী শিবির উচ্ছেদ করে দিয়েছে পুলিশ। সেখানে প্রায় দুই হাজারের মতো মানুষের বসবাস ছিল। তাদের অধিকাংশই সোমালিয়া ও আফগানিস্তানের মতো সংঘাতপ‚র্ণ অঞ্চল থেকে আসা আশ্রয়প্রার্থী। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই সেটি উচ্ছেদ করে দেয় পুলিশ। শরণার্থী শিবির উচ্ছেদকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এর সমালোচনা করেছেন ফরাসি অভিবাসন নীতির সমালোচকরা। ফ্রান্সের সেন্ট ডেনিস শহরতলীর ফ্রেঞ্চ ন্যাশনাল স্টেডিয়াম দ্য স্ট্যাড ডি ফ্রান্সের পাশেই ছিল শিবিরটির অবস্থান। পুলিশ জানিয়েছে, বর্তমান কোভিড-১৯ মহামারির সংক্রমণ এড়াতেই এটি উচ্ছেদ করা হয়েছে। শরণার্থী সহায়তা সংস্থা জানিয়েছে, শিবিরটিতে শিশুসহ প্রায় দুই হাজার উদ্বাস্তুর বসবাস ছিল। সেখানকার বাসিন্দাদের এখন রাস্তায় থাকতে হবে বলে আশঙ্কা শরণার্থী বিষয়ক আইনজীবিদের। অভিবাসীরা শিবিরটিতে খুবই খারাপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। উচ্ছেদ হওয়া অভিবাসী আশ্রয়প্রার্থীরা এসেছে ম‚লত আফগানিস্তান, সোমালিয়া, সুদানসহ অন্যান্য সংঘাতপ‚র্ণ অঞ্চল থেকে। তাদের থাকার আশ্রয়কেন্দ্র বা তাঁবুগুলো ছিল ম‚লত প্লাস্টিক ও হার্ডবোর্ডের তৈরি। কর্তৃপক্ষ শরণার্থীদের উচ্ছেদ করতে গিয়ে তাদের বাসে ওঠার নির্দেশ দেয়। লোকজন হুড়োহুড়ি করে বাসে উঠতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ শৃঙ্খলা ফিরিয়ে আনতে শরণার্থীদের মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। উচ্ছেদ করা শিবিরটিতে সবার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না বলে জানান অভিবাসন সংগঠন উইলসনের স্বেচ্ছাসেবক ফিলিপ ক্যারো। উচ্ছেদের ফলে কিছু মানুষ রয়ে যাবে যাদের রাস্তায় ঘুমোতে হবে বলে মনে করেন তিনি। গত কয়েক বছরে প্যারিসের আশেপাশে কয়েক ডজন শিবির উচ্ছেদ করেছে ফরাসি পুলিশ। শরণার্থী শিবির উচ্ছেদের সমালোচনা করেন ফরাসি অভিবাসন নীতির সমালোচকরা। শরণার্থীদের ম‚ল সমস্যার সমাধান না করেই শিবির উচ্ছেদকে একটি রাজনৈতিক প্রতীকী পদক্ষেপ বলে মনে করছেন তারা। ডিডবিøউ।

 

 



 

Show all comments
  • রুহান ২০ নভেম্বর, ২০২০, ৪:৫৩ এএম says : 0
    এটা তাদের একদমই উচিত হচ্ছে না
    Total Reply(0) Reply
  • রুহান ২০ নভেম্বর, ২০২০, ৫:০০ এএম says : 0
    অমানবিক রাষ্ট্র ফ্রান্স।
    Total Reply(0) Reply
  • Khan Jamal ২০ নভেম্বর, ২০২০, ৫:০০ এএম says : 0
    এহেন পদক্ষেপের জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্থক্ষেপ কামনা করছি!! কারন উদ্ভাসথরা কোথায় যাবে- এবং সাহায্য পাবে !!
    Total Reply(0) Reply
  • আজিজ ২০ নভেম্বর, ২০২০, ৫:০১ এএম says : 0
    আল্লাহ তাদেরকে হেফাজত করুক
    Total Reply(0) Reply
  • জসিম ২০ নভেম্বর, ২০২০, ৫:০১ এএম says : 0
    বিশ্ব মোড়লরা এখন চুপ কেন ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ