Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

‘আদিবাসী জার্সি’ পরে খেলবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশেষ এক জার্সি পরে খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। যে জার্সি বলবে দেড়শো বছর আগের তাদের আদিবাসী ক্রিকেটারদের গল্প। তিন সংস্করণের সিরিজ খেলতে এরমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারত দল। ২৭ নভেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে দু’দলের সিরিজ। ৪, ৬ ও ৮ ডিসেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের জন্যেই তৈরি করা হয়েছে বিশেষ জার্সি। ১৮৬৮ সালে তিন মাসের যুক্তরাজ্য সফরে ৪৭টি ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। মূলত সেই দলের গল্পই থাকছে মূখ্য। জার্সির ডিজাইনে সামনের অংশে আছে দৃষ্টিনন্দন আর্ট। যাতে আদিবাসী ক্রিকেটারদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের চিত্র তুলা ধরা হয়েছে। মাঝের বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে লর্ডসের মাঠ আর তার পাশে ছোট বৃত্ত বলছে সেই দলের বিভিন্ন কর্মকান্ডের কথা। এই নকশাও করেন দুজন আদিবাসী নারী অ্যান্টি ফিওনা ক্লার্ক ও কোর্টনি হেগেন। এরমধ্যে ক্লার্ক হচ্ছেন ১৮৬৮ সালের অস্ট্রেলিয়া দলের কোজেনসের বংশধর, যিনি অস্ট্রেলিয়ার ক্রিকেটে গ্রাংগেরং নামে পরিচিত। অস্ট্রেলিয়া নারী দলও চলতি বছর একই নকশার জার্সি পরে ম্যাচ খেলেছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ