Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জোড়া ডাবলসে অস্ট্রেলিয়া দলে পুকোভস্কি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

রেকর্ড গড়া জুটি আর টানা দুটি ডাবল সেঞ্চুরিতে শেফিল্ড শিল্ড রাঙিয়ে এবার অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিলেন উইলিয়াম পুকোভস্কি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের আরেক আলোচিত তরুণ প্রতিভা ক্যামেরন গ্রিনও। এই দুজনের পাশাপাশি ১৭ জনের টেস্ট স্কোয়াডে এখনও টেস্ট না খেলা ক্রিকেটার আছেন আরও তিন জন, দুই পেসার শন অ্যাবট ও মাইকেল নিসার এবং লেগ স্পিনার মিচেল সোয়েপসন।
পুকোভস্কি ও গ্রিনের সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে তুমুল আলোচনা ছিল কিছুদিন ধরেই। পুকোভস্কি এমনিতে তিন নম্বরে ব্যাট করলেও সম্প্রতি শুরু করেছেন ওপেনিং। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমেই খেলেছেন ক্যারিয়ার সেরা অপরাজিত ২৫৫ রানের ইনিংস। ওই ইনিংসের পথে মার্কাস হ্যারিসের সঙ্গে উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৪৮৬, শেফিল্ড শিল্ডের ইতিহাসে যা যে কোনো জুটিতে সর্বোচ্চ।
শেফিল্ড শিল্ডের পরের রাউন্ডেও ওপেন করতে নেমে পুকোভস্কি খেলেন ২০২ রানের ইনিংস। টেস্ট স্কোয়াডেও ম‚লত ওপেনিংয়ের ভাবনাতেই নেওয়া হয়েছে তাকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান ২২ ম্যাচ খেলে করেছেন ৬ সেঞ্চুরি, ব্যাটিং গড় ৫৫.৪৮।
টেস্ট একাদশে জায়গা পেতে পুকোভস্কির লড়াই হবে জো বার্নসের সঙ্গে। শেফিল্ড শিল্ডে এবার ৫ ইনিংসে মাত্র ৫৭ রান করেছেন বার্নস। তবু তিনি জায়গা ধরে রেখেছেন টেস্ট স্কোয়াডে। টেস্টের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলে খেলবেন দুজনই। সেই ম্যাচের পারফরম্যান্সেই হয়তো চূড়ান্ত হবে, প্রথম টেস্টে ডেভিড ওয়ার্নারের ওপেনিং সঙ্গী হবেন কে।
২১ বছর বয়সী গ্রিনও এবার শেফিল্ড শিল্ডে আছেন দুর্দান্ত ফর্মে। কয়েকদিন আগে খেলেছেন ১৯৭ রানের ইনিংস। অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্রেগ চ্যাপেলের চোখে রিকি পন্টিংয়ের পর অস্ট্রেলিয়ার সেরা প্রতিভা গ্রিন। স্বয়ং পন্টিংও এক বছর আগেই তাকে দেখতে চেয়েছিলেন টেস্ট দলে। ব্যাটিংয়ের পাশাপাশি গ্রিনের পেস বোলিংও বেশ কার্যকর। শেফিল্ড শিল্ড অভিষেকেই নিয়েছিলেন ৫ উইকেট। টেস্ট দলের জন্য ভালো পেস বোলিং অলরাউন্ডারের শ‚ন্যতা তাকে দিয়েই পূরণের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়ান ক্রিকেট।
সোয়েপসন এবার শেফিল্ড শিল্ডে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছেন। ২৭ বছর বয়সী লেগ স্পিনার ৩ ম্যাচেই নিয়েছেন ২৩ উইকেট। মূল স্পিনার ন্যাথান লায়নের ব্যাক আপ হিসেবে থাকছেন তিনি স্কোয়াডে। দুই পেসার অ্যাবট ও নিসারও বেশ ভালো ফর্মে আছে শেফিল্ড শিল্ডে। বোলিংয়ের পাশাপাশি দুজনের ব্যাটের হাতও মন্দ নয়। অ্যাবট সবশেষ রাউন্ডেই করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরি আছে নিসারেরও। সহ-অধিনায়ক আগে দুজন থাকলেও সেই দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে ট্রাভিস হেডকে। টিম পেইনের সহকারী আপাতত কেবল প্যাট কামিন্সই।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের অস্ট্রেলিয়া ‘এ’ দলও ঘোষণা করা হয়েছে, যেখানে আছেন টেস্ট স্কোয়াডের ৯ জন! চার ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু ১৭ ডিসেম্বর থেকে, অ্যাডিলেইডে। তার আগে ২৭ নভেম্বর থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, এরপর টি-টোয়েন্টি সিরিজ। সীমিত ওভারের সিরিজের দল আগেই ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আইপিএল শেষে গতকালই আরব আমিরাত থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে ভারত দল।
অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড : শন অ্যাবট, জো বার্নস, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, টিম পেইন (অধিনায়ক), জেমস প্যাটিনসন, উইলিয়াম পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ