Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্স : একদিনে সাড়ে ৮শ’ মানুষের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২০, ১০:৩৫ এএম

করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্সে একদিনে প্রাণ গেছে সাড়ে ৮শ’ মানুষ। করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভের ভয়াবহতা বেড়েই চলেছে। একদিনে বিশ্বে ৯ হাজারের বেশি প্রাণ কেড়ে নিল ভাইরাসটি।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র। টানা ৭ম দিনের মতো ১ লাখের বেশি শনাক্ত হয়েছে দেশটিতে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩শ’র বেশি।

করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্সে একদিনে প্রাণ গেছে সাড়ে ৮শ’ মানুষের। ৪২ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের অস্তিত্ব। ৫ শতাধিক মৃত্যু হয়েছে ভারত, যুক্তরাজ্য ও ইতালিতে। স্পেন ও ইরানে ৪শ”র ওপর মৃত্যু হয়েছে মঙ্গলবার।

করোনায় বিশ্বজুড়ে মোট প্রাণহানি ১২ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৫ কোটি ১৭ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ।



 

Show all comments
  • Mostofa Kamal ১১ নভেম্বর, ২০২০, ১০:৫১ এএম says : 0
    allahor gojob to suru hoilo , opekhay takho aro voya boho vabe astese
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ১১ নভেম্বর, ২০২০, ১:৩২ পিএম says : 0
    আরো ভয়ংকর রুপে তীব্র ভাবেই আঘাত হানছে করোনা ভাইরাস। আমেরিকা ফ্রান্সের ইউরোপ বিশ্বের মানুষের কি পরিণতি হবে জানিনা। পৃথিবীর উপর আরো ভয়ংকর শক্তিশালী হয়ে এই ভাইরাসের আঘাতকরছে আমেরিকাতে টানাসাত দিন একলক্ষ আক্রান্ত হাজারে হাজারে মৃত্যুর গজবে এলাহী চলছে। ফ্রান্সে ও লাখের কাছাকাছি আক্রান্ত। হাজারের কাছাকাছি মৃত্যু ভয়াবহতা নেই। দেশের গন মাধ্যমে আইনশৃংখলা বাহিনীর শক্তিশালী ভাইরাস বিরোধী প্রচারণা বিধি নিষেধ আগের মত নেই। সরকার নির্বাহী প্রধানের চিৎকার কর্মসমূহ কে বাস্তবায়ন কারীরা ক্লান্তিতে। বাংলাদেশের মানুষের মাঝে এইমহামারী ভাইরাসের ভয় বিথি আক্রান্ত মৃত্যুর ফরোয়া নেই। হাটে বাজারে রাস্তায় মার্কেটে সব জায়গাই করোনা ভাইরাসযেন ভয়ে পালাচ্ছে। পরিস্থিতি পরিবেশ মানুষের কথা বার্তার আলাচনা চাল চলনে তাই মনে হচ্ছে। অথচ প্রতিদিন হাজারের উপরে আক্রান্ত অদ‍্যশতাদিকের নিচে মৃত্যুর মিছিলে চলছে অবিরাম আমাদের দেশে। প্রায় ছয়হাজার মৃত্যু। এটি ভয়ংকর চিত্র অত্যন্ত খারাপ সংবাদ। হাজার হাজার ডাক্তার আক্রান্ত আইন শৃংখলা বাহিনী আক্রান্ত হয়েছিল। এখনোও কি স্বাভাবিক পরিস্থিতি মত হচ্ছে। বাস্তবে কি তাই? সামনে কঠিন সময় করোনা আরো শক্তিশালী হয়ে আসছে বিশ্বস্বাস্থ্য সংস্থার হুসিয়ারী দিচ্ছেন। বাংলাদেশের সরকারের জরুরী পরিস্থিতি মোবাবেলার জন‍‍্যে আবার ও আইন শৃংখলা বাহিনী কে নির্দেশ দিয়ে মানুষের জীবনের নিরাপত্তাব্যবস্থা স্বাস্থ্য বিধি নিষেধের জরুরী প্রচারণাকরতে হবে। ভাল কাজ করার সুযোগ সত‍্য বলার সুযোগ আল্লাহ্ দিলে পাবেন। ভয়াবহ ভাইরাসের লিষ্টে কার কার নাম লিপিবদ্ধ আছে জানিনা। আলেমুল গাইভ জানেন। কেন এই গজব শাস্তি??? মানুষ যখনই হিস্র প্রানীর মত আচরণ করে জমিনজুড়ে মানুষের নৈতিকতা ধ্বংস হওয়ার পথে। যুগে যুগে আল্লাহ্ অনেক জাতি কে জমিনে ডুবিয়ে দিয়েছেন শাস্তি দিয়েছেন। আমাদের কি শিক্ষা হচ্ছে???? আল্লাহ্ আমাদের কে আপনার আজাব গজব হতে ফানা চায়।আল্লাহ্ আমাদের ক্ষমা করুন। আমাদের রক্ষা করুন। আমাদের হেফাজত করুন। হেফাজত করুন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব‍্যক্তিদের আইন শৃংখলা বাহিনীর সাংবাদিকতার পেশায় নিযোজিত ভাইদের মানবতার পেশায় নিযোজিত ডাক্তারদের। দেশের সর্বস্তরের মানুষের জাতি বর্ণ গোত্র নির্বশেষে সকলের। আল্লাহ্ এই জমিনে প্রত‍্যেক মানুষের আন্তরিকভালবাসা শ্রদ্ধার জায়গা থাকে। সর্বোচ্চ ফরিয়াদ আল্লাহ্ রাষ্ট্রের নির্বাহী প্রধান কে আপনি হেফাজতের মাঝে রাখুন। আমিন আমিন আমিন।
    Total Reply(0) Reply
  • MD Hafizul Islam ১১ নভেম্বর, ২০২০, ১:৫৭ পিএম says : 0
    যেমন কর্ম তেমন ফল। চিরন্তন সত্য ভালো মন্দ যে কর্মই করেছো এবং যা একবার প্রকাশিত হয়েছে। তার প্রাপ্ত ফল পেতেই হবে আজ অথবা কাল।
    Total Reply(0) Reply
  • Nizam Khan ১১ নভেম্বর, ২০২০, ১:৫৭ পিএম says : 0
    এটা আল্লাহর বিচার আল্লাহর বিচার বড় কঠিন
    Total Reply(0) Reply
  • Rafiq Rafiq ১১ নভেম্বর, ২০২০, ১:৫৭ পিএম says : 0
    তারা সার বিশ্বের মুসলমানদের কলিজায় আগাত করছে আল্লাহ্ তাদেরকে দুনিয়াতে কঠিন আজাব দিয়ে দুনিয়া থেকে ধংস করুক
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্স


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ