Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নাকে নথ, চোখে কাজল দিয়ে মিলিন্দ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ৩:৪০ পিএম

নগ্ন হওয়ার বিতর্ক শেষ হতে না হতেই এবার আরেক বিতর্ক নিয়ে হাজির বলিউড অভিনেতা মিলিন্দ সোমন। নিজের ৫৫তম জন্মদিনে নিজেকে উইশ করতে গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়ানোর ছবি পোস্ট করে রীতিমত সমালোচিত হয়েছিলেন তিনি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়ানো ও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গোয়া পুলিশ।

এবার একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তিনি। যেখানে মিলিন্দের মুখের একপাশে লাল আবির, নাকে নথ, চোখে কাজল পরেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, 'আমি জানি এখন হোলি নয়, কিন্তু মুম্বইয়ের খুব কাছে কারাটে বেশ কয়েকদিন সময় কাটিয়ে বেশ আনন্দ উপভোগ করেছি। ক্রমশ প্রকাশ্য। এখন চেন্নাইয়ে।'

গত সপ্তাহেই ৫৫ বছরের পা দিয়েছেন এই সুপারমডেল তথা অভিনেতা। জন্মদিন কাটাতে গোয়ায় স্ত্রী অঙ্কিতা কানওয়ারকে নিয়ে একান্তে ছুটি কাটিয়েছেন। জন্মদিনকে স্পেশাল করে তুলতে গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়ান মেড ইন ইন্ডিয়ার অভিনেতা। আর সেই মুহির্তের ছবি ঘিরে তৈরি হয়েছে যত বিতর্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ