Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে বনবিভাগের জমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদে বাধার মুখে স্থগিত

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ৩:১০ পিএম

আদালতের আদেশে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের কচুয়া বিটের অধীন দাড়িপাকা এলাকায় বনবিভাগের জমিতে নির্মিত তিনতলা বিল্ডিং মঙ্গলবার সকালে একজন ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে র‌্যাব,পুলিশ,বনবিভাগ যৌথভাবে ভুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে গিয়েছিল। ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়,স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এর হস্তক্ষেপে আদালতের আদেশে বনবিভাগের জমির উপর নির্মিত তিনতলা বিল্ডিংটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া সম্ভব হয়নি, পরে ৭দিনের সময় দিয়ে চলে যান। । এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সখিপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) হামীম তাবাসসুম প্রভা বলেন,বনবিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিসি স্যার আমাকে ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন এবং আমি যথারীতি উক্ত স্থানে গিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু করার সময় শতেক খানি লোক সড়কে বসে পড়ে আমাদের কাজে বাধা প্রদান করেন।উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খানসহ স্থানীয় আ.লীগ,অঙ্গসংগঠনের লোকজন অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করেন। এমনকি স্থানীয় এমপি ফোনে আমার সাথে অসৌজন্যমূলক আচরন করেন। পরে আমরা উচ্ছেদ অভিযান স্থগিত করে চলে আসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ

১৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ