Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ কেজি কমিয়ে অভিনয়ে ফিরছেন ‘আশিক বনায়া’ তনুশ্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০২০, ২:৫৪ পিএম

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত। সুন্দরী প্রতিযোগিতা থেকে একলাফে বলিউডে প্রবেশ করে এই তারকা৷ ইমরান হাসমির সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবিতেই সুপারহিট এই অভিনেত্রী৷ ছবির নাম সকলের সুপরিচিত ছিল আশিক বনায়ে আপনে। তারপর অবশ্য বেশ কিছু সিনেমাতে অভিনয় করলেও হঠাৎ করেই সিনেমা থেকে উধাও হন তিনি৷

তবে বলিউডে না দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন তনুশ্রী৷ নিয়মিত ছবি পোস্টও করেন তিনি৷ সম্প্রতি তিনি নিজের বদলে যাওয়া ৷ অর্থাৎ ১৫ কেজি কমিয়ে একেবারে নতুন অবতারে ছবি দিলেন ৷ আর সঙ্গে লিখলেন, ফের বলিউডে আসছি৷ শীঘ্রই সুখবর দেবো আপনাদের৷

নতুন ইনস্টাগ্রাম পোস্টে তনুশ্রী লিখলেন, ‘মুম্বই থেকে উড়ে এসে লস এঞ্জেলেসে মার্কিন সরকারের সঙ্গে যুক্ত একটা আইটি ফার্মে চাকরি করছি৷ নিজের জীবনকে দারুণ ভাবে সাজিয়ে নিয়েছি৷ ভালো আছি৷ তবুও নিজের মধ্যে থাকা শিল্পীটা এখনও আছে৷ তাই নতুন মেকওভার করে, ১৫ কেজি কমিয়ে ফের ফিরছি৷’

সূত্র: bengali news18



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ