প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা পরিস্থিতির কারণে হল মালিকদের ব্যবসায় সবচেয়ে বেশি ধস নেমেছে। আর তাই দর্শকদের হলে ফেরাতে অভিনব কৌশল। দীপাবলিতে দর্শককে হলমুখী করতে এবং সংস্থার ৫০ বছর পূর্ণ হওয়ার উদযাপনে যশ রাজ ফিল্মস একগুচ্ছ ছবি ফের রিলিজ় করতে চলেছে বড় পর্দায়।
দীপাবলির সপ্তাহান্তে সিনেমা হলে দেখা যাবে ‘কভি কভি’, ‘সিলসিলা’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর জ়ারা’ থেকে শুরু করে সাম্প্রতিক কালের ‘সুলতান’, ‘মর্দানী’, ‘দম লগাকে হাইশা’ ইত্যাদি ছবি। দেশব্যাপী তিনটি মাল্টিপ্লেক্স চেন হাত মিলিয়েছে যশ রাজ ফিল্মসের এই উদ্যোগে। এই মাল্টিপ্লেক্স চেনগুলির কাছ থেকে ছবি-মুক্তি বাবদ কোনও অর্থই নেবে না প্রযোজনা সংস্থা।
৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ স্ক্রিনিংগুলির টিকিট মূল্য ধার্য করা হয়েছে মাত্র ৫০ টাকা করে। এই উদ্যোগের ফলে আরও বেশিসংখ্যক দর্শককে আগামী দিনে হলমুখী করা যাবে বলেই আশা করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।