প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড জনপ্রিয় অভিনেতা অজয় দেবগণ। নায়ক, খল নায়ক, ভিলেনের প্রধান চরিত্রসহ অভিনয়ে বাদ রাখেননি কোনো কিছুই। চিত্রনাট্যের প্রয়োজনে ছকবাধা নিয়মের বাইরে গিয়ে নানা চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন তিনি। আর এজন্য পেয়েছেন সাফল্য, কুড়িয়েছেন প্রশংসাও। তবে এবার ভক্তদের চমক দিতে ভিন্ন লুকে হাজির হবেন 'সিংহাম' খ্যাত এই চিত্রতারকা।
ক্যারিয়ারের এই প্রথমবার যশরাজ ফিল্মসের ব্যানারে কাজ করতে চলেছেন অজয় দেবগণ। জানা গেছে, সুপারহিরোকে নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চাঙ্কি পান্ডের ভাইপো আহান।
অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনার দায়িত্ব নিতে চলেছেন অজয়। এবার ফিরলেন পরিচালনায়। চার বছর পর পরিচালকের দায়িত্ব নিজের কাঁধে নিলেন অজয়। তৈরি করবেন নতুন ছবি ‘মে ডে’। আর তাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অজয়ের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনকে।
নিজের অভিনয়ের অন্যতম অনুপ্রেরণা হিসেবে একাধিকবার অমিতাভ বচ্চনের নাম উল্লেখ করেছেন অজয়। ‘খাকি’, ‘হিন্দুস্তান কি কসম’, ‘সত্যাগ্রহ’, ‘আগ’-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই তারকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।