Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাণ বাঁচিয়ে হিরো!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৬ এএম

পোষা প্রাণীদের কারণে অনেক সময় পালকের প্রাণ বেঁচে যাওয়ার ঘটনা শোনা যায়। এবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এক ব্যক্তিকে আগুনে পুড়ে যাওয়া থেকে বাঁচিয়ে দিল তার পোষা টিয়া। শুধু তাই নয়, দমকল কর্মীদের বক্তব্য, ওই টিয়ার জন্য আগুন অন্যান্য বাড়িতেও ছড়িয়ে পড়েনি। অনেক আগে নেভানোর কাজ শুরু করা গিয়েছে।

ব্রিসবেনের বাসিন্দা অ্যান্টন এনগুয়েন। বুধবার তার বাড়িতে আগুন লাগে। তিনি তখন ঘুমের মধ্যে। ঘরের স্মোক ডিটেক্টর কাজ করার আগেই সতর্ক করে দেয় পোষা টিয়া পাখিটি। যার ফলে আগুন অ্যান্টনকে ঘিরে ফেলার আগেই তিনি কিছুটা সময় পেয়ে যান ঘর থেকে বার হওয়ার। তিনি জানিয়েছেন, তিনি প্রথমে কিছু বুঝতেও পারেননি। কারণ, তখনও স্মোক অ্যালার্ম বাজতে শুরু করেনি। কিন্তু তার পোষা টিয়া ‘এরিক’ ধোঁয়ার গন্ধ পেয়েই চিৎকার করতে শুরু করে। বার বার ‘অ্যান্টন’, ‘অ্যান্টন’ বলে ডাকতে থাকে। আর তাতেই ঘুম ভেঙে যায় তার। বুঝতে পারেন খারাপ কিছু একটা ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে তিনি এরিককে নিয়ে দরজা খুলে বাড়ির বাইরে চলে আসেন। বাড়ির পিছনে গিয়ে তিনি দেখেন ঘর থেকে ধোঁয়া বার হচ্ছে।

কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ইন্সপেক্টর ক্যামেরন থমাস বলেন, ‘বুদ্ধিমান টিয়া পাখিটির অ্যান্টন, অ্যান্টন চিৎকারই দু’জনের প্রাণ বাঁচিয়ে দিল। স্মোক ডিটেক্টর কাজ করার আগেই টিয়াটি বুঝতে পেরে যায় কোথাও আগুন লেগেছে।’ সময় মতো দমকল পৌঁছে যাওয়ায় আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়া থেকে আটকানো গিয়েছে বলে জানিয়েছেন থমাস। সূত্র : স্কাই নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণী

১৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ