মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সমুদ্রের তলদেশে তেলের পাইপলাইন ছিদ্রের ঘটনায় বাড়ছে উদ্বেগ। প্রায় এক সপ্তাহ ধরে পাইপ লাইন ছিদ্র হয়ে উত্তর প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে পড়ছে তেল।
স্থানীয় কোস্টগার্ড বলছে, কয়েক দিনে ১ লাখ লিটারের বেশি তেল ছড়িয়েছে সুমদ্রে। তবে কতোগুলো ছিদ্র রয়েছে তেলের পাইপে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তেলের ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে সামুদ্রিক জীব বৈচিত্রের ওপর। মরে ভেসে উঠছে মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণি। যদিও তেল অপসারণের কাজ শুরু করেছে কোস্ট গার্ডের বিশেষ বাহিনী। এ জন্য হান্টিংটন সৈকত থেকে লাগুনা বিচ পর্যন্ত ২৪ কিলোমিটার এলাকায় বাসিন্দাদের সাঁতার কাটা বা সার্ফ করার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
পরিবেশবীদদের শঙ্কা, দ্রুত পাইপলাইন সংস্কার না করা হলে পরিবেশের জন্য হুমকি হয়ে পড়বে অঞ্চলটি। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।