Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়!

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ভ্রাম্যমান প্রাণী চিকিৎসালয় হিসেবে ব্যবহারের জন্য ৫০ লক্ষাধিক টাকা মূল্যের গাড়ি উপহার পেয়েছে বগুড়া সদরের প্রাণী সম্পদ বিভাগ। সম্প্রতি রাজধানীতে আনুষ্ঠানিক ভাবে এই গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে এটি গ্রহণ করেন বগুড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এম আব্দুস সামাদ। তিনি জানান, প্রাণী সম্পদের সুরক্ষা এবং ডিম, দুধ ও গোশত উৎপাদনে সরকারি লক্ষ্য অর্জনে সফল ৬১ উপজেলায় এরকম ৬১টি গাড়ি হস্তান্তর করা হয়েছে।
এর ফলে বগুড়া সদরের পোল্ট্রি ও ডেইরি খামারিরা উপকৃত হবেন। তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই সারাদেশের ৩৬০ উপজেলায় এ ধরণের গাড়ি প্রদান করা হবে বলে মন্ত্রণালয় থেকে তাদের জানান হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসালয়!

১৩ ফেব্রুয়ারি, ২০২২
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ