Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শীতলক্ষ্যার তীরে আরো অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ৭:৪২ পিএম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো নারায়ণগঞ্জ শহরের টার্মিনাল ঘাট থেকে সেন্ট্রাল খেয়াঘাট পর্যন্ত প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লি¬উটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, নূর হোসেন, নারায়ণগঞ্জ নৌ থানার ওসি শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া একটি এক্সাভেটর, উচ্ছেদকর্মী, বিপুল সংখ্যক নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নদীর তীরভূমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীকে তার জায়গা ফিরিয়ে দিতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। সে অভিযানের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো টার্মিনাল ঘাট থেকে সেন্ট্রাল খেয়াঘাট পর্যন্ত দুই পাশের যে অবৈধ স্থাপনা আমরা উচ্ছেদ করেছি। বিআইডব্লিউটিএ দীর্ঘদিন ধরে নদীর তীরের সৌন্দর্য রক্ষা এবং অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে কাজ করে যাচ্ছে। তবে কিছু অসাধু ব্যক্তি যারা সৌন্দর্য্য নষ্ট করছে আমরা তাদের উচ্ছেদ করেছি। কিছু স্থাপনা আমরা সরিয়ে নিতে সময় দিয়েছি। যারা সরিয়ে নেয়নি তাদেরগুলো ভেঙ্গে দিয়েছি। আমাদের এই অভিযান চলবে।এর আগে ৪ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের ৫নং খেয়াঘাট থেকে টার্মিনাল ঘাট পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ

১৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ