Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের পিঁড়িতে ‘শাপিত’ জুটি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:৪৪ পিএম

এবার বলিউড পাড়ায় হতে চলছে আরেক বিয়ের আয়োজন। আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন সংগীত শিল্পী, অভিনেতা, সঞ্চালক আদিত্য নারায়ণ ও অভিনেত্রী শ্বেতা আগারওয়াল। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তাদের বাগদানের ছবি।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বিয়ের খবরে গত মাসে নিজেই সিলমোহর দিয়েছিলেন আদিত্য, আর এবার এই তারকা জুটি সেরে ফেললেন বাগদান। আদিত্য-শ্বেতার রোকার ছবি প্রকাশ্যে এনেছেন কমেডিয়ান ভারতী সিং। নবদম্পতিকে আর্শীবাদ ও ভালোবাসায় ভরিয়ে দেন ভারতী।

ছবিতে দেখা যাচ্ছে গোলাপি সালোয়ারে বসে রয়েছেন শ্বেতা, হাতে ধরা ‘শগুন’ (অর্শীবাদ) -এর থালা। অন্যদিকে আদিত্য কিন্তু সাবেকি পোশাক নয়, ব্লু ডেনিম এবং ধূসর রঙা টি-শার্টেই বসেছিলেন। ছবিতে একসঙ্গে লেন্সবন্দি হয়েছে শ্বেতা ও আদিত্যর পরিবারও। ছেলের রোকার অনুষ্ঠানে হাসি মুখে পাওয়া গেল উদিত নারায়ণকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ