মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সে মহানবী হযরত মুহম্মাদ (সা.) এর ব্যঙ্গচিত্র (কাটুন) প্রদর্শনের প্রতিবাদে গতকাল দিনভর উত্তাল ছিল সিলেটের রাজপথ। প্রতিবাদী ধর্মপ্রাণ মানুষের বিশাল বহরে স্থবির হয়ে পড়ে রাজপথ। রাস্তার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় । ক্ষনিক পর পর মিছিলের পর মিছিলে জনসমুদ্রে পরিণত হয় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট এলাকা। সুরমা টাওয়ার থেকে রংমহল টাওয়ার অপরদিকে জিন্দাবাজারমুখী সোনালী ব্যংক পর্যন্ত হয়ে উঠে লোকে লোকারণ্য। তিল ধারণের ঠাই হয়নি ওই এলাকায়, এ সমাবেশের মধ্যে দিয়ে দীর্ঘদিন পর ভিন্ন এক পরিবেশ দেখতে পায় সিলেট নগরবাসী। তবে নির্ধারিত প্রতিবাদ সমাবেশের মঞ্চ তৈরীতে দুপুর সাড়ে ১২টার দিকে বাধা প্রদান করে পুলিশ। এরপর বাদ জোহর তাৎক্ষণিকভাবে কামরান চত্বরের ছোট পরিসরে এক মঞ্চ তৈরি করে, সমাবেশের কার্যক্রম শুরু করেন উলামা পরিষদ কর্তৃপক্ষ।
এছাড়া গতকালও দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী সমমনা দল সমূহসহ বিভিন্ন সংগঠণ। এসময় বক্তারা বলেন, বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। ইতোমধ্যেই ফ্রান্সের পণ্য বয়কট শুরু হয়েছে, এ বর্জন আরও তীব্র করতে হবে। ফ্রান্সকে ভবিষ্যতে এমন কর্মকান্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে। বক্তারা বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলেন দেশেও যে সকল ব্যক্তি মহানবী (সাঃ) এর সম্পর্কে কটুক্তি করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন সংসদে পাশ করতে হবে। সিলেট : জামেয়া কাসিমুুল উলুম দরগাহে হযরত শাহ্জালাল (র.) এর মুহতামিম শায়খুল হাদীস ও উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতি মুহিব্বুল হক গাছবাড়ীর ডাকে নগরীর কোর্ট পয়েন্টে এ বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়)। স্মরণকালের তৌহিদী জনতার এ ঐতিহাসিক সমাবেশে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী। মাওলানা আবুল হাসান ফয়সল, মাওলানা জুনায়েদ আহমদ কিয়ামপুরী, মুফতি রশীদ আহমদ, মাওলানা আহমদ সগীর আমকুনী ও মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরির যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন, মাওলানা আলীম উদ্দিন দুর্লবপুরী, মাওলানা নরুল ইসলাম খান সুনামগঞ্জি, নাজিমে এদারা মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জি, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মাওলানা শেখ মহসিন আহমদ কৌড়িয়া, মাওলানা শায়েখ আব্দুল গফফার রায়পুরী, মাওলানা শামসুদ্দিন দুর্লবপুরী, মাওলানা মুফতি ওলিউর রহমান দারুস সালাম, মাওলানা রেজাউল করিম জালালী, প্রমুখ।
দিনাজপুর : আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে দিনাজপুরে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মফিজউদ্দিন আহমেদ সংগঠনের সেক্রেটারী রাশিদুল আহমেদ, মোসাদ্দিক বিল্লাহ, আতিকুর রহমান প্রমুখ
ফরিদপুর : ভাঙ্গা বিশ্বরোড সড়কে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে মাওলানা আবুল খায়ের সেলিমের সভাপতিত্বে ঘণ্টাব্যাপি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান,মাওলানা নুরুল ইসলাম,মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্যারা।
বাগমারা (রাজশাহী) : রাজশাহীর বাগমারায় মানববন্ধন সমাবেশে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জিল্লুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম আব্দুস সোবহান, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক অহিদুল ইসলাম।
মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, স্কুল এন্ড কলেজ মসজিদের সেক্রেটারি ডা. নুরুল আমিন, নূরুন আরা নূর মাদরাসার সুপার মাওলানা এবিএম রুহুল আমিন, প্রমূখ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) : মির্জাগঞ্জে উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম ও মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা নাজমুল হুদা’র নেতৃত্বে মির্জাগঞ্জ উপজেলার সকল তৌহিদি জনতার অংশগ্রহনে এ প্রতিবাদ সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব মাহবুবুর রহমান। কাউসার আল হাবিবির সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতী ইমদাদুল হক হাসেমী, সাধারণ সম্পাদক শাহজাহান আল হাবিব, প্রমূখ।
শরীয়তপুর : শরীয়তপুরে উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল্লাহ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা বাতেন ফরিদী, মাওলানা শওকত আলী প্রমূখ।
সিরাজদিখান(মুন্সীগঞ্জ) : সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান শাখার সভাপতি মাওলানা ওবায়দুল হক, সেক্রেটারি মুহাম্মাদ শাহীন খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।