বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনীর সোনাগাজী উপজেলার তিনটি বাজারে অভিযান চালিয়ে ছোট বড় ১৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনী। গতকাল দিনব্যাপী পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন। পাউবো ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুর নবী জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী ও সোনাপুর বাজার এবং সদর ইউনিয়ন বাজারে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি জানান, ইতিপূর্বে অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তারা সরায়নি। তাই আজকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে আরও অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনীর সহকারী পরিচালক (ভ‚মি) মো. জহিরুল ইসলাম, শাখা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, মো. কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শরীফ, সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক মো. মোবারক হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।