Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বছর বয়সেই যৌন হেনস্থার শিকার হয়েছিলাম: সানা শেখ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০৩ পিএম

নিজের সুখ দুঃখ ক্যারিয়ারের কথা মিডিয়ার কাছে শেয়ার করলেন বলিউডের জনপ্রিয় তারকা ফাতিমা সানা শেখ। আমির খানের 'দঙ্গল' ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন ফাতিমা। অনেক চড়াই উতরাই পেরিয়ে এই জগতে টিকে ছিলেন তিনি। ছবিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসাও পেয়েছিলেন।

ভারতের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানান, ‘আমাকে এটা বহুবার বলা হয়েছে যে তুমি কোনওদিন নায়িকা হতে পারবে না। তুমি দীপিকা, ঐশ্বর্যর মতো দেখতে না। কী ভাবে তুমি নায়িকা হবে? বহু লোক আছে যারা আপনাকে পিছনের দিকে ঠেলবে। কিন্তু আমি এখন যখন পিছনে তাকাই, আমার মনে হয় ঠিকাছে। এটাই সৌন্দর্যের মাপকাঠি এখানে। ঠিক তাঁদের মতো দেখতে হলেই নায়িকা হওয়া যাবে। আর আমি কোনও ভাবেই ওই ব্র্যাকেটে পড়তাম না। আমি সব সময়ই আলাদা। কিন্তু এখন সুযোগ রয়েছে। আমার মতো সাধারণ দেখতে মানুষকে নিয়েও ছবি তৈরি হচ্ছে।’

ফাতিমা এই সাক্ষাৎকারেই ছোটবেলার এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র তিন বছর বয়সে কী ভাবে যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি, সেকথাও শেয়ার করেছেন তিনি। বলেছেন, 'আমাকে বহু লোকেরা বলেছে সেক্সের বিনিময়েই কাজ পাওয়া যাবে। ইন্ডাস্ট্রিকে সেক্সিজম খুবই গুরুত্বপূর্ণ কাজ পাওয়ার ক্ষেত্রে। সব ইন্ডাস্ট্রিতেই থাকে। আমার মনে পড়ে আমি ৫ বছর না, ৩ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলাম। প্রতিদিন সব মেয়ে এই যুদ্ধে সামিল। আশা করি ভবিষ্যৎটা ভালো হবে।'

সূত্র: এই সময়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ