Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমিতাভ বচ্চনকে ‘স্যার জি’ না বলায় ফিল্ম থেকে বাদ পড়েছিলেন কাদের খান!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম | আপডেট : ৫:৪৮ পিএম, ২৮ অক্টোবর, ২০২০

কয়েকদিন আগে ছিল বলিউডের বিশিষ্ট কাহিনীকার সংলাপ রচয়িতা এবং অভিনেতা কাদের খানের জন্মদিন। ২০১৮’র ৩১ ডিসেম্বর এই দক্ষ অভিনেতা ইন্তেকাল করেন। ভারতীয় চলচ্চটিত্রে তার অবদানের কথা যখন তার ভক্তরা স্মরণ করছে তার জন্মদিনে, তখন তার সাক্ষাতকারের একটি পুরনো ভিডিও প্রকাশ পেয়েছে। এতে তিনি তার বন্ধু আর যাকে তিনি ভাই বলে মনে করতেন সেই অমিতাভ বচ্চনকে ‘স্যার জি’ না বলায় তিনি কয়েকটি ফিল্মে কাজ করার সুযোগ হারাবার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। এই ভিডিওর এক অংশে কাদের বলছিলেন অমিতাভকে তিনি সাধারণত অমিত বলে ডাকতেন, একবার দক্ষিণ ভারতের এক প্রযোজক তাকে জিজ্ঞাসা করেন তার সঙ্গে ‘স্যার জি’র দেখা হয়েছে কিনা, তিনি বুঝতে পারেন অমিতাভের কথা বলছে সেই প্রযোজক। এরপর থেকে সবাই তাকে স্যার জি বলতে শুরু করে। কিন্তু কাদের খান এই ডাক রপ্ত করতে পারেননি। আর সে জন্য তিনি বেশ কিছু ফিল্মের সুযোগ হারিয়েছিলেন বলে মনে করেন। তিনি জানান, সেই থেকে তাদের সম্পর্কও আগে মত ছিল না যদিও তিনি আমিতাভের সঙ্গে ‘খুদা গাওয়া’, ‘গঙ্গা যমুনা সরস্বতী’, এবং আরও কিছু ফিল্মে কাজ করেছেন। কাদের খানের মৃত্যুর পর অমিতাভ অবশ্য তার পরিবারকে সমবেদনা জানান। কাদের খানের ছেলে সরফরাজ খান বলেন : “আমার বাবা বচ্চন সাবকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। সবচেয়ে বেশি কাকে মিস করেন জানতে চাইলে তিনি প্রথমে তার কথ বলতেন।”

 



 

Show all comments
  • Md Sador Uddin ২৮ অক্টোবর, ২০২০, ২:১৪ এএম says : 0
    এরকম ঘটনা প্রত্যেক ইন্ডাষ্ট্রিতেই আছে
    Total Reply(0) Reply
  • আজিজ ২৮ অক্টোবর, ২০২০, ২:১৫ এএম says : 0
    কাদের খানও অনেক বড় মাপের অভিনেতা ছিলেন
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ২৮ অক্টোবর, ২০২০, ২:১৬ এএম says : 0
    অমিতাভ বচ্চন অভিনয়ের মাধ্যমে নিজেকে একটা অন্য লেভেলে নিয়ে গেছেন
    Total Reply(0) Reply
  • কাওসার ২৮ অক্টোবর, ২০২০, ২:১৬ এএম says : 0
    তবে অমিতাভ বচ্চন খুব অমায়িক মানুষ
    Total Reply(0) Reply
  • রিপন ২৮ অক্টোবর, ২০২০, ২:১৬ এএম says : 0
    পুরো এই কাসুন্দি ঘেটে কি লাভ ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ