প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কারণে-অকারণে শিরোনামে বোল্ড ২০২০ সাল। মহামারি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে গোটা বিশ্ব। তারপরও সবাই বিশ্বাসী; হয়তো ভালো কিছু হবে। মহাসপ্তমীতে যদিও একটি খারাপ খবর ছিল।
এদিনই হৃদরোগে আক্রান্ত হয় বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব। বর্তমানে দিল্লির বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন এ তারকা। ক্রিকেট অঙ্গনের বাইরেও বলিউডের তারকারাও উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে। বিশেষ করে বলিউডের বাদশাহ শাহরুখ খান ও রণবীর সিং।
শাহরুখ খানের সবসময়ই উন্মাদনা রয়েছে ক্রিকেট নিয়ে। আর এ কারণেই কলকাতা নাইট রাইডার্স টিম কেনা তার। অন্যদিকে ওই ক্রিকেট তারকার বায়োপিক ‘৮৩’-তে কপিলের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তাই এ দুই তারকাই বেশ চিন্তিত কপিল দেবের স্বাস্থ্য নিয়ে।
তবে হাসপাতালে থেকেই ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করেছেন কপিল। সোশ্যাল মিডিয়া টুইটারে লিখেছেন, ভালোবাসা আর শুভাকাঙ্ক্ষার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রার্থনায় আমি খুবই কৃতজ্ঞ এবং দ্রুতই সুস্থ হয়ে উঠছি।
কপিল দেব দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলেছেন। সংগ্রহ করেছেন ৫২৪৮ রান এবং উইকেট নিয়েছেন ৪৩৪টি। এছাড়াও ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নিয়েছেন তিনি। সংগ্রহ করেছেন ৩৭৮৩ রান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।