Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আনফিনিশড’ প্রকাশের আগেই আলোচনায় প্রিয়াঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০৯ পিএম

বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ারও ব্যক্তিগত জীবনে অনেক অপূর্ণতা, অধরা ‘আনফিনিশড’ কাজ রয়েছে। তার সেসব স্মৃতিকথার নাম দিয়েছেন ‘আনফিনিশড’। কিন্তু এসব অপূর্ণতা নিয়ে একদমই চিন্তিত নন তিনি।

বলিপাড়ার এ নায়িকা অতীত নিয়ে একদমই চিন্তিত নন। আত্মজীবনী প্রকাশের আগে জীবনের কিছু ছোট ছোট মুহূর্ত তুলে ধরছেন। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কখনো গণমাধ্যমে।

অভিনেত্রীর ভাষায়, সামনের দিকে তাকাতে পছন্দ করি আমি। এগিয়ে যাওয়ার সময়ে ফেলে আসা জিনিসের কথা ভাবতে আমি পছন্দ করি না। আর এটাকে আমি ভালো দৃষ্টিতে দেখি।

২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ হয়ে বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নেন তিনি। এরপর জায়গা করে নেন আন্তর্জাতিক মিডিয়ায়। বর্তমানে তিনি ইউনিসেফের একজন গুডউইল অ্যাম্বাসেডরও। জীবনের অনেকটা পথই এখনো বাকি থাকায় সেসব ‘আনফিনিশড’ কাজ শেষ করতে চান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ