প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দুই বছর পর আবারও শুটিং ফ্লোরে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, শিগগিরই ভক্তদের জন্য সুখবর আসছে। আসন্ন ছবি ‘পাঠান’ এর মাধ্যমেই আবারও একবার চেনা মেজাজে হাজির হচ্ছেন শাহরুখ খান।
জানা গেছ, যশরাজের প্রযোজনায় নির্মাণ হচ্ছে ‘পাঠান’ ছবিটি। আসছে নভেম্বর-ডিসেম্বর থেকেই এর শুটিং শুরু হবে। এ কারণে করোনার আবহের মাঝেও চলতি বছরের শেষ দিকে শুটিং ফ্লোরে ফিরবেন বলিউড বাদশাহ।
নতুন এ ছবিতে শাহরুখের সাথে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর আগে ‘ওম শান্তি ওম’ ছবিতে একসাথে কাজ করেছিলেন তারা। ছবিটি সাফল্যের পর ফের জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন তারা। আর এ নিয়েই সিনেমা প্রেমীদের মাঝে যত জল্পনা-কল্পনা।
সম্প্রতিই দলের একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাকে। ছেলে আরিয়ান খানের মূল ভাবনা ও পরিকল্পনায় দলের ফ্যান ও ভক্তদের উৎসাহ বাড়ানোর জন্য স্ক্রিন শেয়ার করেছেন তিনি।
জানা গেছে, নতুন এ ছবিতে জন আব্রাহামও থাকছেন। এতে করে দীপিকা ও জনের সাথে তালে তাল মিলিয়ে একসাথে শুটিং ফ্লোরে নামবেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।