Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

করোনায় আক্রান্ত কুমার শানু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২০, ১১:৪৬ এএম

জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভ্যারিফাইড পেজ থেকে নিশ্চিত করা হয়েছে তার করোনা শনাক্তের বিষয়টি।

ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, দুর্ভাগ্যজনকভাবে করোনায় আক্রান্ত শানু দা। সকলেই তার সুস্থতার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ।

বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে তিনি এই মুহূর্তে পরিবারের সাথে আমেরিকায় আছেন। তার করোনা উপসর্গ থাকলেও তিনি হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছেন কিনা তা নিয়েও কিছু জানায়নি তার পরিবার।

১৯৮৭ সালে সঙ্গীত পরিচালক ও গায়ক জগজিত সিং হিন্দি ছবি ‘আন্ধিয়া’তে গান গাওযার সুযোগ করে দেন শানুকে। ভালো সাড়া ফেলায় সে সময় কল্যাণজী-আনান্দজী তাকে কেদারনাথ ভট্টাচার্য নাম থেকে কুমার শানু করার জন্য প্রস্তাব দেন। সেই থেকে তিনি কুমার শানু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ