Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ের আগেই প্রকাশ্যে এলো নেহার বিয়ের পোস্টার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ৫:৪৯ পিএম

মহামারি করোনার মধ্যেও বর্তমানে বলি পাড়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে গায়িকা নেহা কক্করের বিয়ে। পাঞ্জাবী গায়ক রোহনপ্রীত সিংয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জনপ্রিয় এই গায়িকা। আপাতত তার ভক্ত-অনুরাগীরা বিয়ে নিয়েই মজে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এরই মধ্যে প্রকাশ্যে এলো ‘নেহু দ্যা বিয়া’র পোস্টার।

হবু স্বামী গায়ক রোহনপ্রীতের সাথে নতুন একটি গানের ভিডিও নিয়ে আসছেন নেহা। গানটির কথা ও সুর দু’টোই নেহা নিজে করেছেন। আর তারই প্রথম দৃশ্য পোস্টার আকারে প্রকাশ পেয়েছে।

প্রকাশিত পোস্টারে পাঞ্জাবের গোলাপী রঙের ট্রেডিশনের পোশাকে দেখা যাচ্ছে নেহাকে। আর রোহনপ্রীত সাদা কুর্তা-পাজামা ও মাখায় পাগড়ী পরে বসে আছে। দু’জনই একে অপরের চোখে চোখ রেখে তাকিয়ে আছেন।

এদিকে রোহনপ্রীত পোস্টার শেয়ার করে লিখেছেন, সকলে যে দিনটির জন্য অপেক্ষায় ছিল, অবশেষে এসেই গেল সেই দিনটি। আমাদের অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এলো। মেরী ঘরওয়ালী নেহু, নেহার সাথে আমার প্রথম গান প্রকাশ্যে আসছে আগামী ২১ অক্টোবর।

এদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রোহনপ্রীতের সাথে এ মাসেই সাতপাকে বাঁধা পড়ছেন নেহা। আর আগামী ২৬ অক্টোবর দিল্লিতে বসছে তাদের বিয়ের আসর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ