Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএলে খেলবে তৈমুর, মা কারিনার ইচ্ছা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ১:১৭ পিএম

কারিনা কাপুর ও সাইফ আলী খানের প্রথম সন্তান তৈমুর আলী আলী খান জন্মের পর থেকেই যেন তারকা। জুনিয়র এই তারকাকে যেখানেই চোখে পড়ুক না কেন এতে পাপারাতজিদের নজর এড়ায় না। তা হতে পারে বিদেশ কিংবা স্কুলে যাওয়ার পথে।

সম্প্রতি এই তৈমুরকে ক্রিকেটের ব্যাট হাতে দেখা গিয়েছে। মা কারিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তৈমুরকে ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে।

কারিনা ছবির ক্যাপশনে লিখেছেন, আইপিএল-এ কি কোনো জায়গা হবে! তৈমুর কি খেলতে পারবে! ক্রিকেটের ব্যাট হাতে তৈমুরের ওই ছবি দেখার পরই তারকারা বিভিন্ন মন্তব্য করতে থাকেন।

তৈমুরের জন্মের পর কারিনা তাকে নিয়ে নিজের মনের ইচ্ছা প্রকাশ করেন। একমাত্র ছেলে যেন ক্রিকেটকেই ক্যারিয়ার হিসেবে বেছে নেয় সেই আশা করেন মা। তাই তো ব্যাট হাতে নিয়ে মায়ের ইচ্ছা পূরণ করছে ছেলে।

বর্তমানে ‘লাল সিং চাড্ডার’ শুটিং করার জন্য দিল্লিতে রয়েছেন কারিনা। সেখানে আমির খানের সাথে শুটিং শেষ করেই পতৌদি রাজপ্রসাদে ক’দিন কাটিয়ে মুম্বাইতে ফিরবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ