Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়ুষ্মান পত্নীতে মুগ্ধ শাহরুখ খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ১১:২২ এএম

টিনসেল টাউনের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী ও পাঠকপ্রিয় লেখিকা তাহিরা কাশ্যপ। নিজ গুণে বলিউডে নিজের অবস্থানও পাকাপোক্ত করেছেন তিনি। সম্প্রতি '১২ কমেন্ডমেন্টস অফ বিইং উইম্যান' শিরোনামের একটি বই লিখেছেন তাহিরা। আর এরপরই মূলত আলোচনা উঠে আসেন আয়ুষ্মান পত্নী।

তাহিরার লেখা নারী বিষয়ক বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই বলিউডের একাধিক তারকা রিভিউ জানাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত শেয়ার করেছেন। আর সে তালিকায় এবার যুক্ত হলেন বলিউড বাদশা শাহরুখ খান। কেননা সেই বইতে আয়ুষ্মান-তাহিরার প্রেমের গল্পটি পড়ে দারুণ উচ্ছ্বসিত রোমান্স কিং।

'১২ কমেন্ডমেন্টস অফ বিইং উইম্যান' বইটির রিভিউতে শাহরুখ খান লিখেছেন, 'আমি জানি না এই মুহুর্তে আমার রাগ করা উচিত নাকি খুশি হওয়া। তাহিরা ও তার বয়ফ্রেন্ডের (আয়ুষ্মান) প্রেম করার সবচেয়ে উপযুক্ত জায়গা ছিল প্রেক্ষাগৃহে গিয়ে আমার সিনেমা দেখার সময়। এই অসাধারণ বইতে এমনই নানা কাণ্ডকারখানার উল্লেখ রয়েছে। অনেক ভালোবাসা তাহিরা।'

শাহরুখের রিভিউ নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন তাহিরা। পাশাপাশি বইয়ের কভারের সঙ্গে শাহরুখের এমন মজার পোস্টের জবাবও দিয়েছেন। তাহিরা লেখেন, 'সম্মানের পোস্ট, তোমার সিনেমা শুধু আমার কলেজ বাঙ্ক করাই শেখায়নি, প্রেম করতেও শিখিয়েছে।... তোমাকে অনেক ধন্যবাদ।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ