Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্তের মৃত্যু, এবার সংবাদমাধ্যমের বিরুদ্ধে এই তিন তারকার মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ৫:৩৭ এএম

সুশান্তের মৃত্যু নিয়ে বিশ্ব মিডিয়ায় গুঞ্জনের যেন শেষ নেই। কাঁদা ছোড়াছুড়িও যেন কম হচ্ছে না। কয়েকদিন আগেই রিপাবলিক টিভি-সহ অন্য দুই চ্যানেলের বিরুদ্ধে মাসিক কিস্তিতে জনগণকে টাকা দিয়ে টিআরপি বাড়ানোর অভিযোগ উঠেছিল। আর তার জেরেই গত কয়েকদিন ধরে নানা সমালোচনায় জর্জরিত রিপাবলিক টিভির সিইও ও সাংবাদিক অর্ণব গোস্বামী।

এই সুযোগে যেন এতদিন চুপ থাকলেও এবার একটু নরেচরে বসল বলিউড। চারটি সিনেমা সংগঠন এবং ৩৪ জন প্রযোজক কয়েকটি সংবাদমাধ্যমের '‌দায়িত্বজ্ঞানহীন রিপোর্টিং'‌-এর মামলা দায়ের করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে।

মামলাকারীদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর, যশ রাজ প্রোডাকশন-সহ মোট ৩৮টি সংস্থা। তাঁদের অভিযোগ, সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম বলিউডের দিকে কাদা ছুড়েছে। সিনেমার সঙ্গে যুক্ত শিল্পী, তারকাদের নিয়ে এই মিডিয়া ট্রায়াল বন্ধ হোক। তাঁদের ব্যক্তিগত জীবনে যখন তখন ঢুকে পড়া, গোপনীয়তার অধিকার খর্ব করা বন্ধ হোক। এমনকী অনেকের নামেই গল্প বানিয়ে খবর হিসেবে পরিবেশন করার অভিযোগও তোলা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, এই চ্যানেলগুলো এবং তার সদস্যদের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর, অপমানসূচক মন্তব্য বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়াতেও এসব করা যাবে না।

বেশ কিছুদিন ধরেই সুশান্তের মৃত্যু নিয়ে বলিউডের দিকে আঙুল তুলেছে বেশ কয়েকটি চ্যানেল। কখনও নেপোটিজম, কখনো মাদক-যোগ এই নিয়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের রোষের মুখে পড়তে হচ্ছে। এতদিন এই নিয়ে প্রকাশ্যে কোনও তারকা মন্তব্য করেননি। জয়া বচ্চন সংসদে এই ঘটনার প্রতিবাদ করেছিলেন, তাঁকে সমর্থন করেছিলেন অভিনেত্রী হেমা মালিনী। এমনকী অক্ষয় কুমারও সাধারণ মানুষকে আবেদন করেছিলেন সবাইকে খারাপ না ভাবতে। মুখ খুলেছিলেন তাপসী পান্নুও।

এসব নিয়ে কয়েকদিন ধরেই গরম রয়েছে নেট দুনিয়া। এখন দেখার অপেক্ষা কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়।

সূত্র: এই সময়



 

Show all comments
  • Rubel raj ১৩ অক্টোবর, ২০২০, ১২:৪০ পিএম says : 0
    মিথ্যা বানোয়াট নিউজগুলো বন্ধ থাকাই ভালো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ