প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কিছু মানুষের কাছে বয়সটা হলো শুধুই একটা নাম্বার৷ সেসব মানুষের তালিকায় একেবারে ওপরের সারিতে রয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন৷ আর তাই তো ৭৮ বছরে পা দিয়েও ‘অ্যাংরি ইয়ং ম্যান’র তকমা কাঁধে বয়ে বেড়াচ্ছেন বিগবি। আজ (১১ অক্টোবর) টিনসেল টাউনের মেগাস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন।
৭৮ বছর বয়সেও সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি৷ সিনেপর্দা থেকে টিভি পর্দা কিংবা ওয়েব সিরিজ যেকোনো ভাষায়, যেকোনো সিনেমায় অমিতাভ একেবারে সেই সত্তর দশকের নায়কের এনার্জি নিয়েই ক্যামেরার সামনে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন৷ ফিল্মি ক্যারিয়ারে এতদিনেও বক্স অফিস নিজের হাতের মুঠোয় রেখেছেন৷
দেশের যেকোনো প্রান্তের শহরের দেওয়ালে লম্বা পোস্টার পড়লে, ভক্তরা এখনো অবাক চোখে তাকিয়ে থাকেন৷ আর বাঙালিয়ানা পোশাক ধুতি-পাঞ্জাবি পরে কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে মাইকের সামনে দুটো বাংলা বললে, গোটা ইন্ডোর স্টেডিয়ামে হৈচৈ পড়ে যায়৷ এককথায় শাহেনশার ম্যাজিক এমনই৷
নিজের জন্মদিনে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। ওই পোস্টে নানা ভাষায় ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, '১১ অক্টোবরে আপনাদের ভালোবাসা ও আর্শিবাদ সব সময় সঙ্গে থাকাই আমার সবচেয়ে বড় উপহার৷ ধন্যবাদ!'
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।