Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিয়ার জন্য বাদ পড়লেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ৯:২৫ এএম

বি টাউনের দুই সুন্দরী নায়িকা আলিয়া ভাট ও জ্যাকুলিন ফার্নান্দেজ। তারা দু'জনেই নিজেদের অবস্থান থেকে বেশ আলোচিত। অভিনয় তো বটেই, নিজেদের গ্ল্যামার্স উপস্থিতি দিয়ে অসংখ্য ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। এবার আলিয়ার জন্য বাদ পড়লেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন!

তবে কোনো সিনেমা নয়, একটি পণ্যের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ পড়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তার পরিবর্তে ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে আলিয়া ভাটকে। জানা গেছে, খুব শিগগিরই একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে দেখা যাবে আলিয়াকে।

মূলত ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত 'ডিশুম'-এ অভিনয়ের পর ওই শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে চুক্তির মেয়াদ শেষ হলে কোম্পানিটি নতুন করে নায়িকার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। বরং ব্র‍্যান্ডের নতুন মুখ হিসেবে তারা বেছে নিয়েছে আলিয়াকে।

এদিকে অয়ন মুখার্জির 'ব্রহ্মাস্থ'র কাজ শেষ করেছেন আলিয়া ভাট। আপাতত সিনেমাটি মুক্তি অপেক্ষায় রয়েছে। এছাড়াও বানসালীর 'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি' ও রাজামৌলির 'ট্রিপল আর' সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে লক্ষী রাজ আনন্দের 'অ্যাটাক' সিনেমায় অভিনয় করবেন জ্যাকুলিন ফার্নান্দেজ। অ্যাকশন ঘরানোর এই সিনেমায় তিনি ছাড়াও জন আব্রাহাম ও রাকুল প্রীত সিং অভিনয় করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ