Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয় অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো একটা তামাশা: সাইফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:২৭ পিএম

বি টাউনের অন্যতম আকর্ষণ বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো। এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে আয়োজকেরা নানা পরিকল্পনা সাজিয়ে থাকেন। অভিনয়, নাচ-গান ও নির্দিষ্ট বিভাগে পুরস্কার বিতরণ করা হয়ে থাকে। তবে অ্যাওয়ার্ড প্রোগ্রামে একেবারেই বিশ্বাস করেন না সাইফ আলী খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরস্কার নিয়ে বোমা ফাটালেন 'প্যানথার' খ্যাত এই চিত্রতারকা।

এক সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন, 'ক্যারিয়ারের শুরুতে আমি বহু অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু সেগুলো আমার পাওয়ার কোনও যোগ্যতা ছিল না বলে অনেকেই মনে করেন। এমনকি 'হাম তুম' সিনেমার জন্য জাতীয় পুরস্কারও। যদিও এরপর থেকে আমি অসংখ্যবার নিজের যোগ্যতার প্রমাণ করেছি।'

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার দেওয়ার বিষয়টি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাইফ আলী। তিনি জানান, 'সত্যি বলতে, আমি এসবে বিশ্বাস করি না। গেল কয়েক বছর আগে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে ডাকা হয়েছিল। আমি সেখানে যাওয়ার পর ওই সংস্থার এক উদ্যোক্তা আমাকে বললেন, আমরা চেয়েছিলাম আপনাকে সেরা অভিনেতার পুরস্কার দিতে, কিন্তু জানেন যে কী হয় এসবের ক্ষেত্রে। আমরা আপনাকে সেরা কমিক অভিনেতার পুরস্কারটা দেব।' পাশাপাশি ভারতীয় অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোকে একটা 'তামাশা' বলেও মন্তব্য করেন বলিউডের নবাব পুত্র সাইফ।

সাইফের কথায়, 'অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো শুধুমাত্র টাকা উপার্জনের পথমাত্র। আপনার বুদ্ধি থাকলে আপনি ভালোভাবে টাকা খরচও করতে পারবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলিকে আমি এভাবেই দেখি। এটা কোনো শিল্পের সম্মান দেওয়ার স্থান নয়।'

কাজের ক্ষেত্রে সাইফ আলি খানকে সবশেষ দেখা গিয়েছে 'দিল বেচারা' সিনেমায়। এতে স্পেশাল ক্যামিও চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন তিনি। খুব শিগগিরই স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের 'তাণ্ডব'-এ দেখা যাবে তাকে। এছাড়াও পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ' সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন সাইফ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ