প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মাতা এস এস রাজামৌলির পরিচালনায় নির্মিত হচ্ছে 'ট্রিপল আর' সিনেমা। বিগ বাজেটের এই সিনেমায় একাধিক অভিনেতাকে দেখা যাবে। লকডাউনের আগে সিনেমাটির শুটিং শুরু হলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়।
তবে দীর্ঘ ছয় মাস পরে আবারো 'ট্রিপল আর'-এর সেটে ফিরলেন অজয় দেবগণ, রাম চরণ, আলিয়া ভাট ও জুনিয়র এনটিআর। গেল সোমবার থেকে হায়দ্রাবাদের ফিল্ম সিটিতে সিনেমাটির বাকি অংশের শুটিং শুরু হয়েছে।
সম্প্রতি প্রযোজনা সংস্থার তরফে টুইটারে শুটিং সেটের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। আর ওই ভিডিওটি রিটুইট করে অভিনেতা রাম চরণ লিখেছেন, দীর্ঘদিন পরে শুটিং করতে পেরে দারুণ খুশি তিনি।
শুটিং শুরুর ব্যাপারে এস এস রাজামৌলি বলেন, 'দীর্ঘ বিরতির পর আবারো শুটিং শুরু করলাম। কাজ শুরু করতে পেরে বেশ উত্তেজিত সিনেমার পুরো টিম। দর্শকদের সামনে সিনেমাটি নিয়ে আসাই এখন আমাদের একমাত্র উদ্দেশ্য।'
'বাহুবলী' খ্যাত পরিচালকের এই সিনেমাটি একটি ফিকশনাল পিরিয়ড ড্রামা। স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারামারাজুর ছোটবেলা দেখানো হবে। হিন্দি ছাড়াও তেলুগু, তামিল সহ বেশ কয়েকটি ভাষাতে সিনেমাটি মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।