প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড পা রাখলেন সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেনের মেয়ে রিনি সেন। 'সত্যবাজি' শিরোনামের সিনেমা দিয়ে বি টাউনে যাত্রা শুরু করলেন রিনি। এমন তথ্য প্রকাশ করেছে বিনোদন ভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা।
জানা গিয়েছে, নারী ক্ষমতায়নের উপর নির্মিত 'সত্যবাজি'তে মূখ্য ভূমিকায় অভিনয় করবেন রিনি সেন। যেখানে তার মায়ের চরিত্রে কমল ছাবারিয়া ও বাবার চরিত্রে রাহুল ভোহরা অভিনয় করবেন। আর এই ফিচার ফিল্মটি দিয়ে পরিচালনায় নিজের নাম লেখালেন কবীর খুরানা।
সম্প্রতি ইন্সটাগ্রাম হ্যান্ডেলে 'সত্যবাজি'র শুটিং সেট থেকে বেশকিছু ছবি শেয়ার করেছেন পরিচালক কবির খুরানা। যেখানে একটি বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে রিনিকে। আর কলাকুশলীরা টেক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আরেকটি সেলফিতে পরিচালক ও নায়িকার হাস্যজ্বল চেহারা ধরা পড়েছে।
এই সিনেমার গল্পে দেখা যাবে, লকডাউন পর্ব এবং রক্ষণশীল পরিবারের মা ও মেয়ের মতবিরোধপূর্ণ কাহিনী। যেখানে বিদ্রোহী বা প্রতিবাদি কন্যার ভূমিকায় দেখা যাবে সুস্মিতা সেনের মেয়েকে।
শনিবার (৩ অক্টোবর) 'সত্যবাজি' সিনেমার শুটিং শুরু হয়েছে। এই সিনেমার কাজ শেষ হলে সরাসরি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।