Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে নীরবতা ভাঙলেন অক্ষয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ৯:৩৭ এএম

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে নানা ইস্যুতে বিতর্ক তুঙ্গে। অভিনেতার মৃত্যু রহস্য, নেপোটিজম, মাদকযোগ নিয়ে ইতোমধ্যে মুখ খুলেছেন অনেকেই। প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কম কাঁদা ছোড়াছুঁড়ি করেননি তারকারা। কিন্তু এসব বিষয় নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন অক্ষয় কুমার। অবশেষে নীরবতা ভাঙলেন বলিউডের এই খিলাড়ি।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয় কুমার। সেখানে তিনি বলেন, আজ অত্যন্ত দুঃখের সঙ্গে কিছু কথা বলছি। গেল কয়েকমাস ধরেই এই কথাগুলো বলার চেষ্টা করছিলাম। কিন্তু চারদিকটায় এত নেতিবাচকতা ছিল যে আমি কি বলব, কতটুকু বলব এবং কাকে বলব সেটাই বুঝে উঠতে পারছিলাম না।

আক্কি আরও বলেন, 'হ্যাঁ আমরা তারকা হতে পারি, কিন্তু বলিউড আপনাদের ভালোবাসায় দিয়েই তৈরী হয়েছে। এটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, সিনেমার মাধ্যমে আমরা গোটা বিশ্বের প্রতিটি কোণায় আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের দেশের মানুষ এবং তাদের প্রতিদিনের অনুভূতিই সিনে পর্দায় তুলে ধরা হয়। আপনাদের মনে যদি আজ রাগ জমে থাকে, সেটাও আমাদের মাথা পেতে নেওয়া উচিত।'

এখানেই থেমে থাকেননি অক্ষয়। সুশান্তের প্রসঙ্গ টেনে অভিনেতা আরও বলেন, 'সুশান্তের আকস্মিক মৃত্যুতে ইন্ডাস্ট্রির অন্দরে লুকিয়ে থাকা এত গোপন সত্য উঠে এসেছে যে, সেটা শুধু আপনাদের নয়, বরং আমাকেও কষ্ট দিয়েছে। আর এই বিষয়গুলো আমাদের অনেক পেছনে ঠেলে দিয়েছে। মাদক ইস্যুতে এখন সরগরম বলিউড। কিন্তু আমি হৃদয়ে হাত রেখে বলছি এই সমস্যা শুধু বলিউডেই নয়, সব পেশাতেই রয়েছে। তবে যেমন সবক্ষেত্রে, সবাই খারাপ নয়, তেমনই ইন্ডাস্ট্রিরও সবাই খারাপ নন। বলিউডের সবাই এই বিষয়ে জড়িত নয়।'

আইনের প্রতি শ্রদ্ধা রেখে অক্ষয় বলেন, মাদক সম্পূর্ণ আইন পরিপন্থী কাজ। তবে এক্ষেত্রে আমার পূর্ণ আস্থা আছে, তদন্তকারী সংস্থা যে পদক্ষেপ নিবে, সেটা অবশ্যই সঠিক হবে। আর এটাও জানি, ফিল্ম ইন্ডিস্ট্রির লোকজনও তদন্তে সাহায্য করবেন। কিছু মানুষের জন্য পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে খারাপ চোখে দেখবেন না। এটাও তো ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি ওই ভিডিওতে গণমাধ্যমের প্রতি বিশেষ অনুরোধ জানান 'প্যাডম্যান' খ্যাত এই চিত্রতারকা।

এদিকে সুশান্তের খুনের তত্ত্ব খারিজ করে দিয়েছে এআইআইএমএস। তাদের চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুশান্তকে খুন নয়, তিনি আত্মহত্যাই করেছেন। শনিবার সংস্থাটির তরফে সুধীর গুপ্তা জানান, 'সুশান্তের মৃত্যু কারণ আত্মহনন, এখানে কোনোভাবেই খুনের তত্ত্ব খাটছে না। কেননা অভিনেতার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ