Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রমাণ রয়েছে ধর্ষণের অভিযোগ মিথ্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ২:০০ পিএম

বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে প্রথমে যৌন হেনস্থা ও পরে ধর্ষণের অভিযোগ তুলেন অভিনেত্রী পায়েল ঘোষ। তার এ অভিযোগ যে মিথ্যা এবং এর স্বপক্ষে নির্দিষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন বলিউডের ওই পরিচালক।

পরিচালক অনুরাগ বলেন, তাকে নিয়ে এমন মিথ্যা অভিযোগ করার জন্য পায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া উচিত।

অনুরাগের দাবি, অভিযোগকারী অভিনেত্রী উদ্দেশ্যপ্রণোদিত-ভাবে ফৌজদারি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করা এবং ‘মি-টু’ আন্দোলনকেও বিপথে চালিত করার জন্য চেষ্টা করেছেন। শুক্রবারই অনুরাগকে ভারসোভা থানায় ডেকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ।

আজ শনিবার তার আইনজীবী প্রিয়ঙ্কা খিমানি এক বিবৃতিতে দাবি করেছেন, আমার মক্কেল গতকালই নির্দিষ্ট তথ্য-প্রমাণ সামনে রেখে দেখিয়ে দিয়েছেন, ২০১৩ সালের আগস্ট মাসজুড়ে শুটিংয়ের কাজে শ্রীলঙ্কায় ছিলেন তিনি। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সে ধরনের কিছু কখনো ঘটেইনি। এসব অভিযোগ পুরো মিথ্যা-বানোয়াট।

ওই আইনজীবীর মতে, অনুরাগের মানহানি করার লক্ষ্যেই বহুদিন ধরে চেষ্টা করছেন অভিযোগকারী।

এদিকে অনুরাগ আশঙ্কা প্রকাশ করছেন যে, তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা প্রমাণিত হচ্ছে এটা বুঝতে পেরে তদন্তের সময় বয়ান বদলাতে পারেন ওই অভিযোগকারী অভিনেত্রী।

প্রসঙ্গত, অনুরাগের বিরুদ্ধে এহেন মিথ্যা অভিযোগ তোলায় সে ও তার পরিবারর খুব ব্যথিত। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্যও দাবি তুলেছেন তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ