Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরস্কৃত হলেন সোনু সুদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৩ পিএম

দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে অসহায় মানুষদের নানাভাবে সাহায্য করে আসছেন বলিউড অভিনেতা সোনু সুদ। এই দুর্দিনেও কখনো পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিচ্ছেন, কখনো বিদেশ পড়ুয়া শিক্ষার্থীদের নিজ দেশে ফেরাচ্ছেন, আবার কখনো বা অসহায় দিনমজুরদের পাশে দাঁড়াচ্ছেন। অভিনেতার এমন উদ্যোগে গোটা দেশবাসী তো বটেই, বহির্বিশ্বও তার প্রশংসায় পঞ্চমুখ।

এবার সোনুর মহৎ এই কর্মযজ্ঞকে কুর্ণিশ জানিয়ে তাকে পুরস্কৃত করলো জাতিসংঘ। সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে অভিনেতাকে এসজিডি স্পেশাল হিউম্যানিটারিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড এ সম্মানিত করে ইউনাইটেড ন্যাশনস।

স্বভাবতই ইউনাইটেড ন্যাশনসের মতো সংগঠনের থেকে সম্মাননা পেয়ে দারুন উচ্ছ্বসিত সোনু সুদ। তবে দেশের নাগরিক হিসেবে তার যতটুকু কর্তব্য, মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে ততটুকুই করেছেন বলে জানান অভিনেতা। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে যে 'এসডিজি ৩০'র ডাক দেওয়া হয়েছে তাতেও সমর্থন জানিয়েছেন 'দাবাং' খ্যাত এই চিত্রতারকা।

এই সম্মাননায় ভূষিত হওয়ার পর অ্যাঞ্জেলিনা জোলি, লিওনার্দো ডিক্যাপ্রিও, এমা ওয়াটসন, ডেভিড বেকহ্যাম, নিকোল কিডম্যান ও প্রিয়াঙ্কা চোপড়াদের মতো গ্লোবাল আইকনদের ছুঁয়ে ফেললেন সোনু সুদ। এদের প্রত্যেকেই জাতিসংঘের কোনো না কোনো সংগঠনের তরফে পুরস্কৃত হয়েছেন। এবার সেই তালিকায় নিজের নাম লেখালেন সোনু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ