Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আপনা টাইম ভি আয়েগা’তে প্রথমবারের মত খল ভূমিকায় তানাজ ইরানি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম


‘আপনা টাইম ভি আয়েগা’ এক ধনবান পরিবারের প্রধান পরিচারকের কন্যা রানির গল্প যে তার পরিচয়ের বন্ধনে বাঁধা থাকতে চায় না। এই ড্রামা সিরিজটি ভারতের কঠিন বর্ণ প্রথার বিরুদ্ধে সরাসরি আঘাত করেছে। ‘আপনা টাইম ভি আয়েগা’তে তানাজ ইরানি মহারানী রাজেশ্বরী সিং রাওয়াতের ভূমিকায় অভিনয় করেছেন যে জয়পুরের রাজাওয়াত খান্দানের মহারানী। তানাজ ইতোপূর্বে বিভিন্ন ধরণের ভূমিকায় অভিনয় করেছেন- কমেডি সিরিয়াস সব।। এবার তিনি এক অহংকারী, উন্নাসিক, অভিজাত নারীর ভূমিকায় অভিনয় করছেন। চরিত্রটি সম্পর্কে তানাজ বলেন, “চরিত্রটির জাঁকজমক আমাকে আসলেই মুগ্ধ করেছে। আমি থিয়েটারে বেশ কয়েকবার খল ভূমিকায় অভিনয় করেছি তবে টেলিভিশনে এই প্রথম এমন ভূমিকা করছি। আমি সাধারণত হাসিখুশি, সুখী আর প্রাণচঞ্চল ভূমিকায় অভিনয় করি এই মাধ্যমে।তবে নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষার চেয়ে ভাল আর কিছু হতে পারে না। মহারানী রাজেশ্বরী সিংকে সন্তুষ্ট করা খুব কঠিন। সে শ্রেণী প্রথার কঠিন সমর্থক। তার ধমনীতে রাজরক্ত বইছে বলে সে তাকে গুরুত্ব দেয়।” তার চরিত্রটি খল হলেও এই ধারাবাহিকে চরিত্রটি কিছুটা ভিন্ন।“জাঁক জমক মহারানী রাজেশ্বরী সিংয়ের আরেক নাম। চরিত্রটি খল হলেও তাকে সরু ভুরু, বাড়াবাড়ি মেক-আপ আর লম্বা নখে দেখা যায় না। তার সাজ বাস্তবিকই রাজকীয়।”

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ