Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের প্রভাবশালী ১০০ তারকার তালিকায় আয়ুষ্মান খুরানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৯ পিএম

'আর্টিকেল ১৫', 'দম লাগাকে হাঁইসা', 'বাধাই হো'-এর মতো ব্যবসা সফল সিনেমার নায়ক আয়ুষ্মান খুরানা। চিরাচরিত ছকবাঁধা গল্পের বাইরে গিয়ে অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার নতুন পালক জুড়লো অভিনেতার মুকুটে।

বিশ্বের জনপ্রিয় টাইম ম্যাগাজিনের সমীক্ষায় ২০২০ সালের প্রভাবশালী ১০০ তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিলেন আয়ুষ্মান খুরানা। সোশ্যাল মিডিয়ায় এমনটি নিশ্চিত করেছেন এই চিত্রতারকা নিজেই।

নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে আয়ুষ্মান লেখেন, 'টাইমের সবচেয়ে প্রভাবশালী ১০০ তারকার তালিকা সামনে এসেছে। জনপ্রিয় এই ম্যাগাজিনের সমীক্ষায় জায়গা করে নিতে পেরে আমি গর্বিত।'

আয়ুষ্মান আরও লিখেছেন, 'টাইম ম্যাগাজিন আমাকে যে সম্মান দিয়েছে তাতে আমি সত্যিই গর্বিত। একজন শিল্পী হিসেবে আমি সর্বদাই চাই সমাজে সুস্থ পরিবর্তন আসুক। চলচ্চিত্রের মাধ্যমে মানুষকে ও সমাজকে ইতিবাচক বার্তা দিতে চাই। কেননা আমি বিশ্বাস করি চলচ্চিত্রের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব।'

এমন খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে আয়ুষ্মানের সোশ্যাল মিডিয়ার পাতা। দীপিকা পাড়ুকোন লিখেছেন, 'নিজের অভিনয় ও সিনেমার মাধ্যমে আয়ুষ্মান সমাজে যে প্রভাব বিস্তার করেছে তা সত্যিই প্রশংসনীয় ও অনবদ্য।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ