Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ভুল করে ৪ কোটি টাকার মালিক দম্পতি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৭ এএম

কখনো একটি ভুল মানুষের জীবনে নেমে আসে অন্ধকার। সে ভুলের মাশুন টানতে হয় সারা জীবন। কিন্তু অস্ট্রেলিয়ায় এক দম্পতির জীবনে ঘটেছে ঠিক উল্টো ঘটনা। তারা একটি ভুল করে জিতে নিয়েছেন ৪ কোটি টাকা।
জানা যায়, অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলসের হেসটিংস পয়েন্ট শহরের বাসিন্দা এক দম্পতি ক্যারাভ্যান নিয়ে গোটা দেশ ঘুরতে বের হয়েছিলেন। ক্যুইন্সল্যান্ডে একটি জায়গায় তারা থামে। তারা ভাবে, সেখানে নিজেদের ভাগ্য পরীক্ষা করে দেখবে। সেই মতো তারা লটারির টিকিট কাটতে যায়। কিন্তু তারা যে লটারির টিকিট কাটার পরিকল্পনা করেছিল সেটি না কেটে ভুল করে অন্য একটি লটারির টিকিট কেটে ফেলে। পরে সেটি বুঝতেও পারে।

চলতি মাসের ১২ তারিখ তাদের কাটা লটারির ফল বের হয়, দেখা যায় সেই টিকিটে তারা ৪ লাখ ৫৩ হাজার ১৩৫.৫৯ মার্কিন ডলার জিতেছেন, যা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার ২৪৮ টাকা। ওই দম্পতি প্রথমে ভাবে, তারা এত টাকা জেতেনি, দেখার কোনও ভুল হচ্ছে। আসলে তারা বিশ্বাসই করতে পারছিল না ভুল করে কাটা একটি টিকিটে তারা এই পরিমাণ টাকা জিতে গিয়েছে। বার বার তারা টিকিটের নম্বর আর পুরস্কার মূল্যের পরিমাণ মিলিয়ে দেখতে থাকে। শেষ পর্যন্ত তাদের বিশ্বাস হয়, তারা সত্যিই বড়লোক হয়ে গিয়েছে।

লটারি জেতার পর ওই দম্পতি প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছে, "এটা একটা ভুল ঠিকই। কিন্তু খুব ভাল ভুল।"



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ