Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডি মাদকের গল্প সুশান্ত’র মৃত্যু মামলা থেকে নজর সরাবার প্রয়াস : নাগমা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

একসময়ের অভিনেত্রী এবং কংগ্রেসের রাজনীতিক নাগমা আরেক অভিনেত্রী এবং বিজেপি রাজনীতিক জয়া প্রদার সঙ্গে বিবাদের এক পর্যায়ে বলিউডে সাম্প্রতিক মাদক সংস্কৃতি নিয়ে কথা চালাচালি সুশান্ত’র অপমৃত্যু মামলা থেকে নজর সরিয়ে নেবার প্রয়াস। ‘সিবিআই, এনসিবি, ইডি দয়া করে বিজেপি সদস্য জয়া প্রদাকে জানিয়ে দিন যে সবাই যখন সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যু মামলার ফলাফল জানার জন্য অপেক্ষা করছে সেখানে বিজেপির সব সদস্য বলিউডের মাদক সংস্কৃতিকে বড় করে দেখিয়ে তাকে ঢাকবার চেষ্টা কেন করছে, পুরো জাতি এখন এসএসআর (সুশান্ত সিং রাজপুত) মৃত্যু মামলার ফল জানার অপেক্ষায় আছে,’ নাগমা টুইট করেছেন। এর আগে জয়া প্রদা বলিউডের মাদক আসক্তি নিয়ে তার দলের এক নেতা সংসদ সদস্য রবি কিষণের মন্তব্যের সমর্থনে টুইট করেছিলেন। নাগমা অভিযোগ টিভি অভিনেত্রী কাম্য পাঞ্জাবির অনুরূপ টুইট মন্তব্যকে আরও ভিত্তি দিয়েছে। কাম্য টুইট করেছিলেন, ‘এর সূচনা জাস্টিস ফর এসএসআর আর জাস্টিস ফর কঙ্গনা থেকে, আর এখন শুরু হয়েছে জাস্টিস ফর রবি কিষণ, কাল অন্য কিছু হবে আর এর পর অন্য কিছু, পরশু আরও কিছু। এর মধ্যে সুশান্ত কোথায়? তা সব নর্দমায় যাচ্ছে, করণ জোহরের সঙ্গে বিবাদের পর শুরু হয়েছে মাদকের গল্প, কোথায় যাচ্ছে সব? এর মাঝে এসএসআর কোথায়, ভাবুন, ভাবুন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ