Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গনাকে চীনের বিরুদ্ধে লড়াই করতে বললেন অনুরাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:১১ পিএম

দিনের পর দিন বিতর্কের সমার্থক হয়ে উঠছেন কঙ্গনা রানাউত। প্রতিনিয়তই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে আসছেন তিনি। তাই অভিনেত্রীকে দমিয়ে রাখতে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলিউডের একাংশ। এ তালিকায় শীর্ষে আছেন কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্করের মতো তারকারা। এবার সোশ্যাল মিডিয়ায় কঙ্গনাকে কটাক্ষ করে বসলেন পরিচালক অনুরাগ ক্যাশপ।

গেল কয়েকদিন আগে নিজের টুইটারে হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছিলেন কঙ্গনা রানাউত। সেখানে তিনি লিখেছিলেন, 'আমি একজন যোদ্ধা। আমি নিজের মাথা কাটার অনুমতি দিব তবুও অন্যায়ের কাছে মাথা নত করব না। পুরো দেশ ও জাতির সম্মান রক্ষা করতে আমি সব করতে পারি। তবে সেই সম্মান নষ্ট করতে চাইলে আমি চুপ থাকব না।'

এরপরই কঙ্গনার টুইটের জবাব দিয়ে কটাক্ষের সুরে পরিচালক অনুরাগ ক্যাশপ লিখেছেন, 'তুমি সত্যিকারের মনিকর্ণিকা। একমাত্র তুমিই আমাদের শত্রুর হাত থেকে বাঁচাতে পারো। চার-পাঁচজনকে নিয়ে চীনের বিরুদ্ধে লড়াই করো। ওদের প্রতিটি আগ্রাসনের জবাব দাও। তুমি যেখানে থাকো সেখান থেকে এলএসির দূরত্ব বেশি নয়। তুমি সেখানে যাও আমাদের বাঘিনী।'

তবে অনুরাগের কটাক্ষ হজম করার পাত্রী নন কঙ্গনা। তিনিও পাল্টা জবাব দিয়ে অনুরাগকে বলেছেন, 'হ্যাঁ, ঠিক আছে আমি সীমান্তে রওনা হচ্ছি। আগামী বছর আপনি নিশ্চয় অলিম্পিকে যাবেন। কেননা দেশের সোনার পদক প্রয়োজন। তবে খেয়াল রাখবেন এটা কোনো বি গ্রেডের সিনেমা নয় যে, যা খুশি তাই বানাবেন। এতটা নির্বুদ্ধি হলেন কবে আপনি। আমাদের যখন বন্ধুত্ব ছিলো, তখন তো আপনি বেশ চতুর ছিলেন বলেও মন্তব্য করেন কঙ্গনা।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ