Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন উর্মিলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ৩:১৮ পিএম

দীর্ঘদিন যাবৎ রুপালী পর্দায় অনুপস্থিত তবুও গেল কয়েকদিন ধরে খবরের শিরোনাম হচ্ছেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকার। তবে নতুন কোনো সিনেমার ঘোষণা দিয়ে নয়, বরং কঙ্গনা রানাউতের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন তিনি। আর সেকারণেই ফের আলোচনায় উঠে এসেছেন নব্বই দশকের উর্মিলা। এবার স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই চিত্রতারকা।

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত 'নারহিমসা' সিনেমা দিয়ে বি টাউনে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন উর্মিলা মাতন্ডকার। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসাও করেছিলো। তবে তার প্রাপ্য সম্মান পাননি বলে এক সাক্ষাৎকারে দাবি করেছেন নায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্মিলা বলেন, 'আমি যদি স্বজনপোষণ নিয়ে কথা বলতে যাই, তাহলে কয়েক ঘন্টাতেও শেষ করা যাবে না। চলচ্চিত্রের ইতিহাসে আমার মতো স্বজনপোষণের শিকার আর কাউকেই হতে হয়নি। কেননা তার সময়ে বহু তারকা সন্তান ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। ফলে প্রথম সিনেমা সুপারহিট হওয়ার পরও তাকে পরিশ্রম করতে হয়েছে।'

উর্মিলার কথায়, 'বিরতি ভেঙে যখন আমি 'রঙ্গিলা' সিনেমায় চুক্তিবদ্ধ হলাম, তখন আমাকে সবাই ভুলতে বসেছিলো। পরে সিনেমাটি হিট হওয়ার পরও আমাকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি। তাতে কোনো আক্ষেপ ছিলো না কিংবা ভেঙে পড়েননি তিনি।'

তবে শুধু ইন্ডাস্ট্রির স্বজনপোষণই নয়, তখনকার মিডিয়া ট্রায়াল নিয়েও অভিযোগ এনেছেন উর্মিলা। তিনি বলেন, আমাদের সময়টাতে সোশ্যাল মিডিয়া ছিলো না। তখন বিনোদন ভিত্তিক ম্যাগাজিনগুলোর ক্ষমতা অনেক। তাই তারকা সন্তানদের বাদ দিয়ে তাকে সবসময় অন্য দাড়ি পাল্লায় মাপা হতো। এমনকি সেসময় নেপোটিজমের এতো চাপ ছিলো যে, তাকে কোনো অ্যাওয়ার্ড শো'তেও ডাকা হতো না।'

সম্প্রতি উর্মিলাকে তোপ দেগে সংবাদ মাধ্যমে কঙ্গনা বলেন, 'উর্মিলা তো 'সফট পর্ন তারকা' ছিলেন। সিনেপ্রেমীদের কাছে এটা খুবই স্পষ্ট। এটাও সত্যি উনি অভিনয় দক্ষতার জন্য কোনওদিনই পরিচিত ছিলেন না।' কঙ্গনার এমন বিস্ফোরক মন্তব্যের পরই স্বজনপোষণ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন 'মাসুম' খ্যাত এই চিত্রতারকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ