Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীপিকা-রণবীরদের বিরুদ্ধে মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৩:২০ পিএম

নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগে দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর সহ বেশ কয়েকজন তারকাদের বিরুদ্ধে এনসিবির দপ্তরে মামলা দায়ের করেছেন শিরোমণি আকালী পার্টির সাবেক সাংসদ মনজিন্দর সিং সিরসা। এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন মনজিন্দর নিজেই।

মূলত গেল বছরের মাঝামাঝি সময়ে অন্তর্জালে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিলো। যা নিয়ে সেসময় তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছিলো। সম্প্রতি সেই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় উঠে এসেছেন বেশ কয়েকজন বলি তারকা।

২০১৯ সালের জুলাইয়ে প্রযোজক ও পরিচালক করণ জোহর নিজের বাড়িতে একটি পার্টির আয়োজন করেছিলেন। যেখানে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, ভিকি কুশল, শহিদ কাপুর, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা ও পরিচালক অয়ন ঘোষাল সহ অনেকেই। তবে ভিডিওতে তাদের কাউকেই স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়নি। অনেকেরই ধারণা, পার্টিতে উপস্থিত সবাই নিষিদ্ধ মাদক নিয়েছিলেন। ফলে কারো আচরণই স্বাভাবিক মনে হচ্ছিলো না।

পুরনো ওই ভিডিওটি তদন্তের দাবি জানিয়ে মনজিন্দর বলেন, 'আমি বিএসএফের হেডকোয়ার্টারে গিয়ে এনসিবির প্রধান রাকেশ আস্থানার সঙ্গে দেখা করেছি। পরে করণ জোহর ও তার হাউজ পার্টিতে মাদক নেওয়া সকলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটির ব্যাপারে তদন্ত করার অনুরোধ জানিয়েছি।'

এদিকে মাদক কান্ডে জড়িত থাকার অভিযোগে সুশান্তের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে নারোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর থেকেই খানিকটা আতঙ্কে রয়েছেন বলিউডের নামি তারকারা। জানা গেছে, রিয়ার দেওয়া তথ্য অনুযায়ী ২৫ জনের একটি তালিকা করেছে সংস্থাটি। সবার নাম জানা না গেলেও রাকুল প্রীত সিং, সারা আলী খান ও পরিচালক মুকেশ ছাবরার নামটি প্রকাশ্যে এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ