Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিএসজি ছাড়ছেন এমবাপে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়তে চাওয়া নিয়ে কিছু দিন আগে তৈরি হয়েছিল তুমুল উত্তাপ-উত্তেজনা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত পাল্টে আগের ঠিকানায় থেকে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। দশ দিনের টানাপোড়েনের পর মেসি-বার্সা সংকটের সমাধানে অশান্ত হয়ে ওঠা ফুটবল অনুরাগীদের হৃদয়ে ফিরে এসেছে স্থিতি। কিন্তু নতুন করে কি ফের সরগরম হয়ে উঠতে যাচ্ছে ফুটবল অঙ্গন? ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে অন্তত তেমন কিছুরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাদের দাবি, বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে দিতে মনস্থির করেছেন। ক্লাবকে নিজের সিদ্ধান্তের ব্যাপারে এরই মধ্যে অবহিত করেছেন তিনি। তবে এখনই প্রস্থানের ইচ্ছা নেই তার। মাত্রই শুরু হওয়া মৌসুমের পুরোটা কাটিয়ে তারপর প্যারিস ছাড়তে চান তিনি। অর্থাৎ আগামী ২০২১ সালের গ্রীষ্মকালীন দলবদলে নতুন কোনো ক্লাবে যোগ দেওয়ার আকাক্সক্ষা রয়েছে তার।

২১ বছর বয়সী এমবাপের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে আগামী ২০২২ সালে পর্যন্ত। তিন বছর আগে স্বদেশি ক্লাব মোনাকো থেকে প্রথমে ধারে তাকে দলে টেনেছিল প্যারিসিয়ানরা। পরের বছর ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাকাপাকিভাবে তাকে চুক্তিবদ্ধ করা হয়। ব্রাজিলিয়ান তারকা নেইমারের পর তিনিই ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়।

এমবাপের প্রতি ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ও রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ জিনেদিন জিদানের মুগ্ধতার কথা ফুটবলপ্রেমীদের অজানা নয়। স্প্যানিশ লা লিগার শিরোপাধারী দলটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অনেক দিন ধরেই তাকে স্কোয়াডে যুক্ত করতে চাইছেন। ফরাসি গণমাধ্যমের খবর অনুসারে, এমবাপেকে পেতে কয়েক দফা প্রস্তাবও দিয়েছে রিয়াল। কিন্তু প্রতিবারই তা ফিরিয়ে দেওয়া হয়েছে পিএসজির পক্ষ থেকে।

রিয়ালের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকেও এমবাপের সম্ভাব্য নতুন ঠিকানার তালিকায় রাখা হয়ে থাকে। অতীতে দলটির কোচ ইয়ুর্গেন ক্লপের মুখে শোনা গেছে ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে স্তুতি। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমে তার লিভারপুলে যোগদানের গুঞ্জনও ছড়িয়েছিল কয়েক মাস আগে। পরবর্তীতে সেই উড়ো খবরে তুষ্ট হওয়ার কথা জানিয়েছিলেন এমবাপে।
দ্য টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন ঠিকানা হিসেবে লা লিগা অথবা প্রিমিয়ার লিগের কোনো ক্লাবকে বেছে নেওয়ার ইচ্ছা রয়েছে এমবাপের। রিয়াল ও লিভারপুলের পাশাপাশি ইংল্যান্ডের দুই শহর প্রতিদ্ব›দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির নামও উল্লেখ করেছে তারা।

পিএসজির হয়ে এখন পর্যন্ত আটটি ঘরোয়া শিরোপা জিতেছেন এমবাপে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১২৪ ম্যাচে করেছেন ৯০ গোল। কেবল ফরাসি লিগ ওয়ানে ৭৬ ম্যাচে লক্ষ্যভেদ করেছেন ৬৪ বার। গেল দুই মৌসুমে (২০১৮-১৯ ও ২০১৯-২০) জিতেছেন লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

কয়েক দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমবাপে। উয়েফা নেশন্স লিগে অংশ নিতে জাতীয় দল ফ্রান্সের ক্যাম্পে থাকাকালে কোভিড-১৯ পজিটিভ হন তিনি। পরবর্তীতে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিএসজি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ