প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বি টাউনে স্বজনপোষণের অভিযোগ বহু পুরোনো। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিষয়টি ফের চর্চায় উঠে এসেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে একাধিক তারকারা প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার স্বপনপোষণ নিয়ে মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলনে বলিউডের স্বজনপোষণ নিয়ে আমিরকে প্রশ্ন ছুড়ে দেন এক সাংবাদিক। সেই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, 'পৃথিবীর সব জায়গাতেই নেপোটিজম রয়েছে। তবে আমার কাছে মনে হয়, যিনি কাজ জানে আমরা কিন্তু তাকেই বেছে নিই এবং তার সঙ্গে কাজ করি। হোক সে অভিনেতা কিংবা কলাকুশলী।'
আমির আরও বলেন, 'যাদের যোগ্যতা আছে, ইন্ডাস্ট্রিই তাদের খুঁজে নিবে। একজন প্রযোজক হিসেবে আমি এই বিষয়টিকে প্রাধান্য দিতে চাই। শুধু তাই নয়, যোগ্য ব্যক্তি যদি আমার পরিবারের কিংবা বাহিরের কেউও হয় তাতে আমার কিছু যায় আসেনা।'
প্রসঙ্গত, আমির খানের আগামী সিনেমা 'লাল সিং চাড্ডা'। এতে তার বিপরীতে দেখা যাবে কারিনা কাপুরকে। বর্তমানে সিনেমার শুটিংয়ের জন্য তুরস্কে রয়েছেন আমির। সেখান থেকে ফিরে কারিনাকে নিয়ে মুম্বাইয়ে বাকি অংশের শুট সারবেন মিস্টার পারফেকশনিস্ট। জানা গেছে, ২০২১ সালের বড় দিনে 'লাল সিং চাড্ডা' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।