Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪৮ পিএম

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বাই পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নগরীর ভিখরোলি থানায় অভিনেত্রীর বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করা হয়েছে।

মুম্বাই পুলিশের দাবি, বুধবার পালি হিলের অফিস ভেঙে দেওয়ার পরপরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন কঙ্গনা। এদিন সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও বার্তা পোস্ট করে মুখ্যমন্ত্রীর সম্মানহানির চেষ্টা চালিয়েছেন অভিনেত্রী।

নিজের অফিস ভাঙার পর প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা এক ভিডিও বার্তায় বলেন, 'উদ্ভব ঠাকরে তুই কি ভেবেছিস? মুভি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে আমার ঘর ভেঙে প্রতিশোধ নিলি। আজ তুই আমার ঘর ভেঙেছিস, কাল তোর অহঙ্কার ভাঙবে। সময় অবশ্যই বদলাবে।' কঙ্গনার এমন বিস্ফোরক মন্ত্যবের পরই মূলত তার বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বাই পুলিশ।

এদিকে মুম্বাই পুলিশের অভিযোগ দায়ের করার পর ফুঁসে উঠেছেন কঙ্গনা রানাউত। শিবসেনাকে লক্ষ্য করে আরও বেশি আক্রমনাত্মক বার্তা দিচ্ছেন নায়িকা। শুধু তাই নয়, বালাসাহেব ঠাকরের নীতি ও ভাবাদর্শ সোনিয়া সেনার কাছে বিকিয়ে দিতে তৎপর হয়ে উঠেছে শিবসেনা বলেও অভিযোগ করেন বলিউড কুইন।

এখানেই থেমে থাকেননি কঙ্গনা রানাউত। তার কথায়, গুন্ডা বাহিনী দিয়ে অফিস ভেঙে দিয়ে আমার মুখে আটকিয়ে রাখা যাবে না। এখন আমি আরও বেশি করে কথা বলব। এই মুহুর্তে আমার মুখ বন্ধ করলে, আরও অনেক আওয়াজ উঠে আসবে। আমি বাঁচি কিংবা মরি আপনাদের মুখোশ উন্মোচন করেই ছাড়বো।'

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ