Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহারাষ্ট্রের গ্রামে পানি পৌঁছে দিতে আমিরের উদ্যোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ৩:২২ পিএম

প্রতি গ্রীষ্মেই প্রবল পানি সংকটে পড়তে হয় মহারাষ্ট্রের বিস্তীর্ণ গ্রামীণ অঞ্চলের মানুষদের। খরার হাত থেকে তাদের বাঁচাতে 'পানি ফাউন্ডেশন' তৈরী করেন বলিউড সুপারস্টার আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। এই সেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে নানা প্রকৃতিবান্ধব উপায়ে পানি সংরক্ষণ করেন এই দম্পতি। এবার তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কেন্দ্রীয় পানি শক্তি মন্ত্রনালয়।

সম্প্রতি 'পানি ফাউন্ডেশন'-এর প্রশংসা করে কেন্দ্রীয় পানি শক্তি মন্ত্রনালয়ের তরফে জানানো হয়েছে, আজ আমরা বলিউড অভিনেতা আমির খান ও তার স্ত্রী কিরণ রাওয়ের তৈরী পানি ফাউন্ডেশনের উদযাপন করব। কেননা তাদের এই সেচ্ছাসেবী সংস্থা মহারাষ্ট্রের একাধিক খরা পীড়িত এলাকাতে সমৃদ্ধি ফিরে এনেছে। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য।

মন্ত্রনালয়ের এমন স্বীকৃতি পেয়ে পাল্টা এক টুইট বার্তায় আমির খান জানিয়েছেন, 'আমরা কেন্দ্রীয় পানি মন্ত্রনালয়কে ধন্যবাদ জানাই। কেননা মন্ত্রনালয় যেভাবে আমাদের উদ্যোগের প্রশংসা করেছে তাতে আমরা কৃতজ্ঞ। মহারাষ্ট্রের গ্রামগুলোকে খরার হাত থেকে বাঁচাতে আমাদের এই উদ্যোগটি সবার মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।'

আমির আরও বলেন, এই উদ্যোগ কখনোই সফল হতো না। যদি সেসব সেবাদাতা প্রতিষ্ঠান ও মারাঠিরা স্বস্তঃস্ফূর্তভাবে এই সফরে আমাদের সহযোগিতা না করতেন। আগামীদিনেও আমাদের এই লক্ষ্য অটুট রাখার সিদ্ধান্ত নিয়েছি। মহারাষ্ট্রের অসংখ্য পানি যোদ্ধাদের সঙ্গে কাজ করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে হচ্ছে বলেও জানান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

২০১৯ সালে একটি টেলিভিশন শোতে উপস্থিত হয়ে আমির খান জানিয়েছিলেন, 'পানি ফাউন্ডেশন'র মাধ্যমে আমরা মহারাষ্ট্রের গ্রামগুলোকে খরা মুক্ত করতে চাই। সেজন্য গ্রামে গ্রামে ওয়াটার কাপ প্রতিযোগিতা শুরু করেছি। পাশাপাশি কীভাবে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রম দিয়ে তাঁদের গ্রামকে খরা মুক্ত করার চেষ্টা করেছেন সেসব কথাও জানান এই চিত্রতারকা।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ