Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেঙে ফেলা হচ্ছে কঙ্গনার অফিস, গর্জে উঠলেন অভিনেত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১:২১ পিএম

মহারাষ্ট্র সরকারের সঙ্গে বিতর্কের জেরে ভেঙে ফেলা হচ্ছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের অফিস। বুধবার মুম্বাইয়ের পালিতে অবস্থিত নায়িকার প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের অফিসটি ভাঙার কাজ শুরু করেছে বিএমসি। পাশাপাশি কাঠামোগত নিয়ম লঙ্ঘনের কারণে অভিনেত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বিএমসির কর্মকর্তারা।

আজ মানালি থেকে মুম্বাইয়ের চন্ডীগড়ে পৌঁছেছেন কঙ্গনা রানাউত। তবে কঙ্গনার ফেরার আগেই তার প্রযোজনা সংস্থার অফিসটি ভাঙার কাজে হাত দিয়েছে বিএমসি কতৃপক্ষ। গতকালই এই অফিস নির্মাণের কাঠামোগত ত্রুটি খুঁজে পেয়েছিলো তারা। তাই অফিসের গেটে লাগানো হয়েছিলো নোটিশ। শুধু তাই নয়, ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিলো কঙ্গনাকে। তবে অভিনেত্রীর জবাবে সন্তুষ্ট নন বিএমসি।

এ প্রসঙ্গে সংস্থাটির অ্যাসিসট্যান্ট কমিশনার বিনায়ক ভিসপুটে জানান, 'আমরা আজই অফিস ভাঙার কাজ শুরু করব। সব মিলিয়ে ৮-১০টি কাঠামোগত নিয়ম লঙ্ঘন করা হয়েছে বান্দ্রার পালি হিলের এই অফিসে। এটি ভাঙার পর পরবর্তী আইন মেনে আরও ব্যবস্থা নেওয়া হবে।'

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কঙ্গনার মনিকর্ণিকা ফিল্মসের 'স্টপ ওয়ার্ক' অর্থাৎ কাজ বন্ধের নির্দেশ দিয়েছিলো বিএমসি। আর সেকারণেই এদিন অফিস ভাঙার কাজ শুরু করলো সংস্থাটি। তবে বিষয়টি ভিত্তিহীন দাবি করে অভিনেত্রীর আইনজীবী জানান, 'বিএমসির অভিযোগ ভুয়া এবং ভিত্তিহীন। অফিসে কোনো কাজ চলছেই না।' কিন্তু তার দাবিতে পাত্তাই দিলো না বিএমসি। তাদের পাল্টা দাবি, 'আমাদের নোটিশ পাওয়ার পরও কাজ চালু রেখেছে কঙ্গনা। তাই ভেঙ্গে ফেলা হচ্ছে কঙ্গনার অফিস।'

অভিস ভাঙার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় ফের গর্জে উঠলেন কঙ্গনা রানাউত। নিজের টুইটার হ্যান্ডেলে একের পর এক টুইট করে যাচ্ছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, 'মনিকর্ণিকা ফিল্মসে প্রথম সিনেমা 'অপরাজিতা অযোধ্যা' ঘোষিত হয়েছে। এটা আমার প্রার্থনা, কোনও নির্মাণ নয়। আজ এখানে বাবর এসেছে। আজ ফের একবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। আমার অফিস ভাঙবে, কিন্তু বাবর মনে রাখবেন অফিস আবারও তৈরি হবে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ