Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিয়ার নতুন নায়ক পার্থ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩২ এএম

সঞ্জয়লীলা বানসালীর পরিচালনায় নির্মিত হচ্ছে 'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি' সিনেমা। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে শুরু হয়েছিলো জল্পনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটলো।

এবার জানা গেল, হিন্দি টিভি ধারাবাহিকের তারকা পার্থ সামথাম 'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি'তে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করবেন। আর এই সিনেমা দিয়েই বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

এই সিনেমাতে আলিয়ার প্রেমিকের চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন পার্থ। যদিও সিনেমাতে তার চরিত্রটি স্বল্প সময়ের, তবুও আত্মবিশ্বাসী তিনি। পাশাপাশি বানসালীর মতো গুণী নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে দারুন উচ্ছ্বসিত পার্থ। ইতোমধ্যে চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছেন 'কসৌটি জিন্দেগি কে' খ্যাত এই অভিনেতা।

ভারতীয় লেখক হুসেন জাইদীর বই 'মাফিয়া কুইন্স অব মুম্বাই'-এর অবলম্বনে নির্মিত হচ্ছে সঞ্জয়লীলা বানসালীর 'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি' সিনেমা। এতে মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তিনি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগণ, ইমরান হাশমি সহ অনেকেই।

দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার আগে 'গাঙ্গুবাই কাথিয়াওয়ারি'র শুটিং শুরু করেছিলেন বানসালী। কিন্তু পরে সিনেমার শুটিং বন্ধ করে দেওয়া হয়। শোনা যাচ্ছে, আগামী অক্টোবরেই সিনেমাটির বাকি অংশের শেষ করতে চান নির্মাতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ