Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শরণখোলার পাঁচরাস্তার মোড়ে অবৈধ দোকান উচ্ছেদ

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ২:৫৯ পিএম

বাগেরহাটের শরণখোলার পাঁচরাস্তার মোড় এলাকায় ফুটপাথ দখল করে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি দোকান ঘর উচ্ছেদ করেছে প্রশাসন। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।
উচ্ছেদ হওয়া দোকানীরা হচ্ছেন, ফল ব্যাবসায়ী মো ঃ রুবেল তালুকদার, কনফেকশনারীর মালিক রবিউল গাজী, চা বিক্রেতা শামিম খান, শামিম মোল্লা ও শহিদুল ইসলাম। এসব দোকানীরা দোকান ভাড়া নিয়ে তাদের ব্যাবসা পরিচালনা করে আসছিল।
ইউএনও জানান, সরকারী ফুটপাথ দখল করে রায়েন্দা বাজারের একটি প্রভাবশালী পরিবার দোকান ঘর তৈরী করে অগ্রিম টাকা নেয়াসহ ও নিয়মিত ভাড়া আদায় করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসায় ওই দোকানগুলি উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উচ্ছেদ

১৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ