মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এবার মালিতে ফ্রান্সের দুই সেনা নিহত ও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এসব সেনা হতাহত হন। ফরাসি সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, মালির উত্তরাঞ্চলীয় তেসালিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালিতে গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে ফ্রান্সের সেনারা।
ফরাসি সেনা নিহত হওয়ার পর তাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।
গত ১৮ আগস্ট মালিতে সামরিক অভ্যুত্থান ঘটে। দেশটির বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কিয়েতা।
মালিতে ২০১২ সাল থেকে গেরিলারা সহিংসতা চালিয়ে আসছে এবং দেশটির বেশিরভাগের নিয়ন্ত্রণ গেরিলাদের হাতে। তাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ফ্রান্স ২০১৩ সালে মালিতে সেনা পাঠায়। সেখানে এ পর্যন্ত ৪৫ জন ফরাসি সেনা নিহত হয়েছেন। পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।